মামলাকারীদের বক্তব্য, নবান্ন অভিযান হলে, সবক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় যাঁরা রাস্তা বের হন তাঁদের। স্কুল ফেরত বাচ্চাদের অসুবিধা হয়, অফিসযাত্রীদেরও প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়। সেই কারণেই হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে প্রথমে একটি মামলা দায়ের করা হয়।
তিলোত্তমার বাবা-মার নবান্ন অভিযান রুখতে ডিভিশন বেঞ্চে মামলা
কলকাতা হাইকোর্ট
নবান্ন অভিযান আটকাতে এবার ডিভিশন বেঞ্চে মামলা। নবান্ন অভিযানে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, তা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হাওড়ার এক বাসিন্দা জনস্বার্থ মামলা দায়ের করেন। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানি। উল্লেখ্য, আগেই এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ব্যবসায়ীরা।
মামলাকারীদের বক্তব্য, নবান্ন অভিযান হলে, সবক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় যাঁরা রাস্তা বের হন তাঁদের। স্কুল ফেরত বাচ্চাদের অসুবিধা হয়, অফিসযাত্রীদেরও প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়। সেই কারণেই হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে প্রথমে একটি মামলা দায়ের করা হয়। বুধবার সিঙ্গল বেঞ্চে সেই মামলার শুনানি রয়েছে। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে দ্বিতীয় জনস্বার্থ মামলাটির শুনানি রয়েছে।
এটিও পড়ুন
Naushad Siddiqui: 'হয়তো নমাজও পড়েনি, মাথায় টুপি দিয়ে শুভেন্দুবাবুর গাড়ির সামনে হামলা...', 'গভীর ষড়যন্ত্র' দেখছেন নওশাদ
রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনো তার বেলা! ভারত প্রশ্ন করতেই 'বুড়ো খোকা' ট্রাম্প বললেন...
নাবালিকার সঙ্গে ৬ মাসের প্রেম! উঠল গুরুতর অভিযোগ, শ্রীঘরে ৩২ বছরের 'প্রেমিক'
R G Kar কাণ্ডের পর প্রথম বিরাট নাগরিক আন্দোলন হয়েছিল গতবছরের ১৪ অগাস্ট। বছর ঘুরতে গেল। এবার বিচার পাননি তিলোত্তমার বাবা-মা। ধর্ষণ-খুনের প্রতিবাদে ৯ অগস্টই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। ইতিমধ্যেই দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা-কর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে যেহেতু রাজনৈতিক নেতারা থাকবেন, তাই সেই মিছিলে না হাঁটার কথা আগেই জানিয়ে দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট’।


Post A Comment:
0 comments so far,add yours