পরিবেশ দূষণমুক্ত করার বার্তা দিতে হুগলি জেলা থেকে সাইকেল চালিয়ে গঙ্গাসাগরে এলেন এক যুবক
পরিবেশ দূষণমুক্ত এবং গাছ লাগানোর বার্তা দিতে হুগলি জেলার মহানাদ গ্রাম থেকে সাইকেল চালিয়ে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে এলেন সাগর কর নামের এক যুবক। মূলত প্রত্যেকটি মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল অপচয় ও পরিবেশ দূষণমুক্ত এবং গাছ লাগানোর বার্তা দিচ্ছে এই যুবক।
শুধু গঙ্গাসাগর নয় এর আগেও সাইকেল চালিয়ে কন্যাকুমারী তিরুপতি বালাজি দক্ষিণেশ্বর সহ একাধিক জায়গায় গিয়ে এই বার্তা দিয়েছে যুবক। তিনি জানান সাইকেলে কোন তেল পেট্রোল লাগেনা পরিবেশ দূষণ হওয়ার কোন ব্যাপারই নেই তাই আমি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেই।


Post A Comment:
0 comments so far,add yours