মহানায়িকাকে যে দুম করে এমনটা করবেন, তা আন্দাজও করতে পারেনি ঋত্বিক। একটু থতমতই খেয়েছিলেন প্রথমে! কিন্তু মহানায়িকার, মহামুড বলে কথা। সেই সময়ে এই ঘটনা ফাঁস হয়েছিল বিভিন্ন বিনোদনমূলক ম্যাগাজিনে।

সবার চোখ এড়িয়ে মেয়ে মুনমুনকে নিয়ে ঋত্বিকের বাড়িতে আচমকা হাজির সুচিত্রা! পরিচালকের কাছে কী আবদার করেছিলেন মহানায়িকা?


সবার চোখের আড়ালে একটা কাণ্ড ঘটিয়ে ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। তাও আবার সেই কাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিল পরিচালক ঋত্বিক ঘটকের নাম। মহানায়িকাকে যে দুম করে এমনটা করবেন, তা আন্দাজও করতে পারেনি ঋত্বিক। একটু থতমতই খেয়েছিলেন প্রথমে! কিন্তু মহানায়িকার, মহামুড বলে কথা। সেই সময়ে এই ঘটনা ফাঁস হয়েছিল বিভিন্ন বিনোদনমূলক ম্যাগাজিনে।

মহানায়িকা কোনও পরিচালকের বাড়িতে পৌঁছে ছবির তৈরির করার কথা বলছেন, তা কিন্তু বেশ অবাক করার মতো ঘটনা। তবে ঋত্বিক ঘটনার সঙ্গে এমনই করেছিলেন সুচিত্রা। আচমকা একদিন ঋত্বিকের বাড়িতে পৌঁছে এক আজব আবদার করেছিলেন তিনি।



আসলে সুচিত্রা ঋত্বিকের কাছে গিয়েছিলেন চতুরঙ্গ ছবিটা তৈরি করার আবদার নিয়ে। তিনি চেয়েছিলেন এই ছবির নায়িকা তিনিই হন। তবে কথা এগোলেও, ছবিটা আর তৈরি হয়নি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours