নির্যাতিতার মা বলেন, "কলকাতা পুলিশ মেরেছে। কয়েকজন পুরুষ পুলিশ, কয়েকজন মহিলা পুলিশ এসে আমাকে মেরেছে। হাতের শাঁখাটা ভেঙে দিয়েছে। পিঠে লেগেছে। আমাকে ফেলে দেওয়া হয়েছিল। ধরে তুলেছে। ওর বাবাকেও মেরেছে।"


পুলিশের বিরুদ্ধে লাঠিপেটার অভিযোগ, নবান্ন অভিযানে অসুস্থ তিলোত্তমার মা
অসুস্থ তিলোত্তমার মা



কলকাতা: অসুস্থ তিলোত্তমার মা। শনিবার নবান্ন অভিযান চলার সময় অসুস্থ হয়ে পড়লেন তিনি। আগেই তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তাঁর শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। তিনি এও বলেছিলেন, কলকাতা পুলিশ তাঁকে মেরেছে। যদিও, ডিসি পোর্টের দাবি, কেউই তিলোত্তমার মাকে মারেননি। এরই মধ্যে এবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। সূত্রের খবর, তাঁর মাথা ঘোরাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ইতিমধ্যেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




এ দিন, তিনি দাবি করে জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলের জন্য তাঁদের কাছে আদালতের নির্দেশ ছিল। কিন্তু সব মিছিল আটকে দিয়েছেন। প্রচুর মানুষ এদিন তাঁদের সঙ্গে ছিলেন। তবে পুলিশ সবাইকে আটকে দিয়েছে। তিনি বলেন, “এখন হয়তো এখানে কয়েক জন আছে মাত্র। তার থেকে পুলিশ আধিকারিক অনেক বেশি রয়েছে। কোনও পুলিশ আধিকারিক এসে আমাদের সঙ্গে কোনও কথা বলেনি। যতক্ষণ না ওরা ব্যারিকেড সরাবে, আমাকে কেন মারল সেই জবাব না দেবে ততক্ষণ এখানে বসে থাকব।” এরপর অভিযানে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ার খবর মেলে তাঁর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours