সুচিত্রা সেনের ঘনিষ্ঠরা কিন্তু এর উলটোই বলতেন। তাঁর মতো মানুষ নাকি ইন্ডাস্ট্রিতে দুর্লভ। সেই সুচিত্রাকেই একবার পড়তে হয়েছিল হুমকির মুখে।

তোমায় নায়িকা হতে দেব না! সুচিত্রাকে হুমকি দিয়েছিলেন খ্যাতনামা পরিচালক, এরপর যা ঘটল তা ইতিহাস


তিনি মহানায়িকা। একসময় তাঁর হাতের মুঠোয় থাকত বক্স অফিস। আর উত্তম কুমারের সঙ্গে জুটি বাঁধলে তো কথাই নেই। নিন্দুকরা বলতেন, এই কারণেই নাকি সুচিত্রার মুখশ্রী চুইয়ে পড়ত দম্ভ। অহংকারে তাঁর নাকি পা মাটিতেই পড়ত না। তবে সুচিত্রা সেনের ঘনিষ্ঠরা কিন্তু এর উলটোই বলতেন। তাঁর মতো মানুষ নাকি ইন্ডাস্ট্রিতে দুর্লভ। সেই সুচিত্রাকেই একবার পড়তে হয়েছিল হুমকির মুখে। এক নামকরা পরিচালক মহানায়িকাকে হুমকি দিয়েছিলেন। পরিচালক সুচিত্রাকে মুখে উপর বলেছিলেন, দেখি তুমি কীভাবে নায়িকা হও! এই ঘটনা একেবারে সুচিত্রার কেরিয়ারের শুরুর দিকে।

তা হঠাৎ এমন কেন বলেছিলেন পরিচালক?



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours