নুসরত জাহান প্রাক্তন সাংসদ, এই গানের কলি নিয়ে নুসরত এর বক্তব্য, " আমি বিষয়টা ক্রিয়েটিভ ও এস্থেটিক দিক থেকে দেখছি, একজন অভিনেত্রী হিসেবে এই গানের কলিতে আমার অসুবিধা নেই "।
'অর্ডার ছাড়া বর্ডার ক্রস '- এই গান দেখে নুসরত জাহানকে কী বললেন যশ দাশগুপ্ত? নিজেই জানালেন নুসরত জাহান
‘রক্তবীজ ২’ এর একটি আইটেম সং মুক্তি পেতেই সংবাদের শিরোনামে অভিনেত্রী নুসরত জাহান। গানের কলি শুনে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করতে পারছে বাংলার দর্শক। ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেওনা…’ এই কলি এখন প্রায় সবাই সব কথাতেই ব্যবহার করছে, নুসরত জাহান প্রাক্তন সাংসদ, এই গানের কলি নিয়ে নুসরত এর বক্তব্য, ” আমি বিষয়টা ক্রিয়েটিভ ও এস্থেটিক দিক থেকে দেখছি, একজন অভিনেত্রী হিসেবে এই গানের কলিতে আমার অসুবিধা নেই “।
এমনিতেই নুসরত জাহান কয়েক মাস ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খবরে রয়েছেন। টলিপাড়ার জোর জল্পনা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরত এর সম্পর্কে ভাঙন ধরেছে। এরই মাঝে নুসরতের সঙ্গে সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল এই মিউজিকাল ডান্স নম্বর মুক্তি পেয়েছে , যশ কী বলেছেন এই গান দেখে? উত্তরে নুসরত জাহান বলেন, ” এই গান মুক্তির পর যশ দেখেছে। এই গান দেখে যশ প্রশংসাই করেছেন। আমি এর আগেও আইটেম ডান্স করেছি, বাংলা দেশেও একটা ছবিতে আইটেম ডান্স করেছি। এই আইটেম ডান্স দর্শকদের পছন্দ হচ্ছে। ”


Post A Comment:
0 comments so far,add yours