সোমবারই সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মমতা, কেন?


আগামী বছর বিধানসভা ভোট। তার আগে SIR ইস্যু ঘিরে তপ্ত রাজ্য-রাজনীতি। বিহারের পর বাংলায় ভোটার তালিকায় সংশোধনের কাজ কমিশন শুরু করছে বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে। অগস্টেই বাংলায় এসআইআর শুরু করতে পারে কমিশন।

সোমবারই সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মমতা, কেন?
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী

সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে চারটে নাগাদ তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন তিনি। সংসদে তৃণমূল সাংসদদের কী করণীয়,কী কী ইস্যুতে সরব হবেন তাঁরা তা নিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।


আগামী বছর বিধানসভা ভোট। তার আগে SIR ইস্যু ঘিরে তপ্ত রাজ্য-রাজনীতি। বিহারের পর বাংলায় ভোটার তালিকায় সংশোধনের কাজ কমিশন শুরু করছে বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে। অগস্টেই বাংলায় এসআইআর শুরু করতে পারে কমিশন। বিহারে ভোটার তালিকা সংশোধনের পর খসড়া তালিকা থেকে ৬১ লক্ষের নাম বাদ যাচ্ছে বলে জানা গিয়েছে। বিরোধীরা এসআইআর নিয়ে সরব হয়েছে। বাংলার শাসকদলও এই নিয়ে আসরে নেমেছে। বাংলায় কোনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে তারা রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।



মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু শিশুর, শুরু রাজনৈতিক চাপানউতোর
এক পয়সাও লাগবে না, বাড়ির মেয়ে-বউদের প্রতি মাসে ৭ হাজার টাকা দেবে LIC
তাপস পালের দিকে দৌড়ে যেতে গিয়ে কাদায় পড়লেন শতাব্দী রায়, তারপর?
এই আবহে কীভাবে সাংসদরা কাজ করবেন, কী কী বিষয়ে সরব হবেন তাই বার্তা দিতে পারেন মুখ্য়মন্ত্রী। একই সঙ্গে সরকারের নতুন প্রকল্প শুরু হয়েছে ‘পাড়ায়-পাড়ায় সমাধান’। এই কর্মসূচিতে সাংসদরা কী কী কাজ করবেন তা নিয়েও গাইড করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, শুধু একা মমতা নন, আগামী ৫ অগস্ট বৈঠক করবেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করবেন। সেই বৈঠকে দলের সমস্ত জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধানরা থাকবেন বলেই জানা যাচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours