চলতি সপ্তাহের মঙ্গলবার সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের প্রকাশিত নতুন গাইডলাইনে জানানো হয়েছে যে এবার থেকে যদি বিনা কারণে ড্রাইভার রাইড ক্যানসেল করে দেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ তাঁর পকেট থেকে নেওয়া হবে জরিমানা বাবদ।


চালকদের পৌষমাস, গ্রাহকদের সর্বনাশ! ডবল ভাড়া গুনতে হবে Ola-Uber-এ
প্রতীকী চিত্র।


হলুদ ট্যাক্সির যুগ অতীত। এখন রমরমা অ্যাপ ক্যাবের। অফিস যেতে হোক বা অন্য কোথাও, মোবাইলের এক ক্লিকেই ক্যাব বুক হয়ে যায়। মিনিট খানেকেই গাড়ি হাজির হয় বাড়ির দোরগোড়ায়, ভাড়া নিয়ে দামাদামির দরকার নেই। আগেই যাত্রীরা দেখে নিতে পারছেন কত টাকা ভাড়া লাগবে। তবে এই আরামে এবার বাধ সাধবে ভাড়াই। অ্যাপ ক্যাব চাইলে দ্বিগুণ ভাড়া চাইতে পারবে। এই শুনে তো মাথায় হাত যাত্রীদের। কী বলা হয়েছে এই নিয়মে?


অফিস যাওয়ার ব্যস্ত সময়ে ভিড় বাসে বা ট্রেনে ওঠা দায় হয়ে যায়। অনেকেই পারেন না এত ভিড় ঠেলতে। তাদের ভরসা ক্যাব বা অ্যাপ বাইক। তবে এই ক্যাব বা বাইকে যাতায়াত এবার ব্যয়সাপেক্ষ হতে চলেছে কারণ এবার যা ভাড়া, তার দ্বিগুণ খরচ হতে পারে।


ঋত্বিকের মাথায় চুল নেই বলে খোঁচা, ট্রোলারকে ধুয়ে দিলেন অভিনেতা
সারা বিশ্ব অবাক, কলকাতার ছেলে কিনে ফেলল ইটালিয়ান সংস্থাকে! তারপর ইতিহাস...
রতন টাটা প্রেমে পড়েছিলেন এই বলিউড নায়িকার, কে তিনি?
কী বলা হয়েছে নির্দেশিকায়?
সম্প্রতি সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে এক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ব্যস্ত সময়ে অ্যাপ ক্য়াবগুলি দ্বিগুণ ভাড়া নিতে পারবে। মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইস ২০২৫-র নতুন নিয়ম অনুযায়ী, ব্যস্ত সময়ে এবার থেকে ওলা-উবার দেড়গুণ নয়, দ্বিগুণ ভাড়া নিতে পারবে। অন্যদিকে, নন-পিক আওয়ার অর্থাৎ যে সময়ে একদমই ভিড় বা যানজট হয় না, তখনও ৫০ শতাংশের কম ভাড়া নিতে পারবে না। সহজ কথায় বলতে গেলে, ব্যস্ত সময়ে ক্যাবে চেপে যেতে এবার খরচ হবে দ্বিগুণ।

ক্যানসেল করলেই জরিমানা-
নির্দেশিকায় বলা হয়েছে আরও কথা। চলতি সপ্তাহের মঙ্গলবার সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের প্রকাশিত নতুন গাইডলাইনে জানানো হয়েছে যে এবার থেকে যদি বিনা কারণে ড্রাইভার রাইড ক্যানসেল করে দেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ তাঁর পকেট থেকে নেওয়া হবে জরিমানা বাবদ। তবে তা ১০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একই নিয়ম কার্যকর হবে যাত্রীদের জন্যও। যদি তারা বিনা কারণে রাইড ক্যানসেল করে দেন, তাহলে তাদেরও জরিমানা দিতে হবে।

সমস্ত রাজ্যকে এই নিয়ম মানতে হবে। নতুন গাইডলাইন আগামী তিন মাসের মধ্যে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছে, “রাজ্য সরকার গাড়ির ক্লাস বা ক্যাটেগরি অনুযায়ী বেসিক ভাড়া স্থির করবে। যাত্রীদের এই ভাড়াই দিতে হবে।”

ডেড মাইলেজের জন্যও দিতে হবে চার্জ-
বেস ফেয়ার বা ন্যূনতম ভাড়ার মধ্যে ৩ কিলোমিটারের ভাড়া অন্তর্ভুক্ত থাকবে। যাত্রীবিহীন গাড়ি যে দূরত্ব অতিক্রম করে, কিংবা প্যাসেঞ্জারকে তোলার জন্য যে দূরত্ব যেতে হয়, তাকে ডেড মাইলেজ বলে। এর ক্ষতিপূরণ হিসাবেই ন্যূনতম ভাড়া ধার্য করা হবে। তবে সব যাত্রীদের এই ডেড মাইলেজের চার্জ দিতে হবে না। একমাত্র যারা ৩ কিলোমিটারের কম দূরত্ব বুকিং করবে, তখনই তাদের ডেড মাইলেজের চার্জ দিতে হবে।

বাইক ট্যাক্সি কি চলবে?
অন্যদিকে বাইক ট্যাক্সি নিয়ে আবার আলাদা গেরো রয়েছে। বাইক ট্যাক্সি নিয়ে অনেকদিন ধরেই ধোঁয়াশা ছিল। কর্নাটক, মহারাষ্ট্রে ব্যান বাইক ট্যাক্সি। কেন্দ্রের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য নন-ট্রান্সপোর্ট (প্রাইভেট রেজিস্টার) বাইক যাত্রী বহন করতে পারবে কি না, তা সিদ্ধান্ত নেবে। অর্থাৎ র‌্যাপিডো, ওলা, উবার বাইক রাজ্যে চলবে কি না, তার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

১ জুলাই জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “রাজ্য সরকার নন-ট্রান্সপোর্ট মোটরসাইকেলকে প্যাসেঞ্জার মোবিলিটির জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে। এতে যানজট কমবে, দূষণও কমবে। ডেলিভারির জন্য ও কর্মসংস্থানের সুযোগ হবে এতে।”

কত ভাড়া পাবেন চালকরা?

এবার আসা যাক আসল কথায়। কত টাকা ফি পাবেন, তা স্থির করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাজ্য এগ্রিগেটরদের জন্য দৈনিক, সাপ্তাহিক বা ১৫ দিন অন্তর ফি নির্ধারণ করতে পারে। এগ্রিগেটরদের নিশ্চিত করতে হবে যে ড্রাইভাররা যেন যাবতী. আইনি, সুরক্ষা স্ট্যান্ডার্ড পূরণ করে। অর্থাৎ প্রত্যেক চালকের যেন বৈধ লাইসেন্স, ইনসুরেন্স ও বাইকের ঠিকঠাক কাগজ থাকে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, যাত্রীদের যে ভাড়া হবে, সংস্থাগুলিকে তার অন্তত ৮০ শতাংশ চালকদের দিতে হবে। চালককে দৈনিক, সাপ্তাহিক কিংবা ১৫ দিন অন্তর পাওনা টাকা মিটিয়ে দিতে হবে। কোনওভাবে টাকা বকেয়া রাখা যাবে না। যদি গাড়িটি সংস্থার মালিকানাধীন হয়, তাহলে চালককে ভাড়ার কমপক্ষে ৬০ শতাংশ দিতে হবে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours