এক্স হ্যান্ডলে অর্চনা মজুমদার লেখেন, "নারকেলডাঙা থানা আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করেছিল। কলকাতা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। ২০২৪ সালে নারকেলডাঙায় হিংসার সঙ্গে সম্পর্কিত ওই এফআইআর। জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে আমার কাজে বাধা দিতেই এই এফআইআর করেছিল কলকাতা পুলিশ।"
হাইকোর্টের বড় নির্দেশ, পুলিশকে নিশানা করে NCW সদস্য অর্চনা বললেন...
কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার
কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ২০২৪ সালে নারকেলডাঙায় হিংসার ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। সেই এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২৪ অগস্ট মামলার পরবর্তী শুনানি।
গত বছরের অক্টোবরে নারকেলডাঙায় হিংসা পরিস্থিতি নিয়ে মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন অর্চনা মজুমদার। তারপরই তাঁর বিরুদ্ধে মামলা হয়। কলকাতা পুলিশের সেই এফআইআরের উপর এদিন হাইকোর্ট স্থগিতাদেশ জারি করার পর এক্স হ্যান্ডলে অর্চনা মজুমদার লেখেন, “নারকেলডাঙা থানা আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করেছিল। কলকাতা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। ২০২৪ সালে নারকেলডাঙায় হিংসার সঙ্গে সম্পর্কিত ওই এফআইআর। জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে আমার কাজে বাধা দিতেই এই এফআইআর করেছিল কলকাতা পুলিশ।”
'সব পুরনো কর্মীরা মিলে নবান্নে পৌঁছব', শমীকের নেতৃত্বে আবার নতুন উদ্যমে দিলীপ?
বাবা আমাকে গর্ভবতী করেছে', ট্রেনের টয়লেটে নবজাতক উদ্ধার হতেই সামনে এল নৃশংস ঘটনা
অভিজিৎকে দেখতে গেলেন সদ্য 'প্রাক্তন' হওয়া সুকান্ত, কেমন আছেন গাঙ্গুলি?
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ উঠলেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে জাতীয় মহিলা কমিশন। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের (NCW) সদস্য অর্চনা। গতকালও নদিয়ার দুটি জায়গায় তিনি যান। কালীগঞ্জে মৃত নাবালিকা তামান্না খাতুনের মায়ের সঙ্গে দেখা করেন। উপনির্বাচনে ফল ঘোষণার পর তৃণমূলের বিজয়োল্লাসের সময় ছোড়া বোমাতে মারা যায় তামান্না। সেই ঘটনায় রাজ্যের বিরুদ্ধে সরব হন তিনি। আর শান্তিপুরে এক মহিলার মৃত্যুর ঘটনায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তিনি তোপ দাগেন। অর্চনার বক্তব্য, তাঁর কাজে বাধা দিতেই ওই এফআইআর করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours