দেশের মধ্য়ে সবথেকে বেশি সংখ্যক মহিলা আইএএস অফিসার রয়েছেন পশ্চিমবঙ্গে। মোট ৮৪ জন আইএএস অফিসার রয়েছেন।
এগিয়ে বাংলা, দেশের মধ্যে সবথেকে বেশি মহিলা IAS কাজ করছেন এই রাজ্যেই
রাজ্যেই সবথেকে বেশি IAS অফিসার।
কলকাতা: এগিয়ে চলেছে নারীরা। আর তারই স্পষ্ট প্রতিনিধিত্ব এই বাংলাতেই। দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মহিলা আইএএস অফিসার রয়েছে পশ্চিমবঙ্গে। অতিরিক্ত মুখ্যসচিব থেকে জেলাশাসক, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প-নানা ক্ষেত্রে মহিলা আধিকারিকদেরই জয়জয়কার।
বাংলার এই চিত্রই তুলে ধরেছে আরও বড় একটি ছবি। বর্তমানে দেশের ২৩ থেকে ২৫ শতাংশ আইএএস অফিসারই মহিলা। ২০১০ সালেই এই সংখ্যাটা ছিল ১২ শতাংশ। এক দশকের মধ্যে এই সংখ্যায় বদলের পিছনে অন্যতম কারণ হল লিঙ্গ-নিরপেক্ষ পরীক্ষা, মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা, পোস্টিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা।
টিনা দাবি, সুনীতা সাবরওয়ালের মতো আইএএস অফিসাররাও রোল মডেল হয়ে উঠেছেন বর্তমান প্রজন্মের কাছে। তবে এখনও কর্ম-জীবন ভারসাম্য, উচ্চপদে তুলনামূলক কম নিয়োগ, পোস্টিং সহ একাধিক প্রতিবন্ধকতা রয়েই গিয়েছে। ভবিষ্যতে সুরক্ষিত কর্মস্থল, চাইল্ডকেয়ার ফেসিলিটি, সুবিধামতো পোস্টিংয়ের মতো সুবিধা পেলে, আরও মহিলারা আইএএস, আইপিএসের পেশা বেছে নেবেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ নজির হয়ে উঠছে গোটা দেশের কাছে।


Post A Comment:
0 comments so far,add yours