ব্রিকস সামিটে যোগ দিতে ব্রাজিল গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনে তিনি বলেন যে ভারত সন্ত্রাসবাদের শিকার আর পাকিস্তান সন্ত্রাসবাদের সমর্থক। তাই আক্রান্ত ও সমর্থককে একই পাল্লায় বিচার করা যায় না।
'সুবিধা বুঝে নয়, সন্ত্রাসের নিন্দা করাই নীতি হওয়া উচিত', BRICS-র মঞ্চ থেকে বিশ্বকে বার্তা নমোর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জনসভা থেকে নির্বাচনী প্রচার, আগেও আক্রমণ শানিয়েছেন, তবে এবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দেন তিনি। একইসঙ্গে যে দেশগুলি ভারতের পাশে দাঁড়িয়েছিল, তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী।
ব্রিকস সামিটে যোগ দিতে ব্রাজিল গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনে তিনি বলেন যে ভারত সন্ত্রাসবাদের শিকার আর পাকিস্তান সন্ত্রাসবাদের সমর্থক। তাই আক্রান্ত ও সমর্থককে একই পাল্লায় বিচার করা যায় না।
কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য, আর্জেন্টিনা সফরে গিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী
ছবি লাগিয়ে, সই করে দিলেই হল! তদন্ত চালিয়ে বিহারে ভোটার-সমীক্ষা করবে কমিশন
আগামী বছরের ব্রিকস সম্মেলন হতে চলেছে ভারতে। তার আগেই ব্রিকসের মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। যারা ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও কথা বলে না, তাদের তীব্র ধিক্কার জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেন, “চুপ থেকে জঙ্গিদের সম্মতি দেওয়া গ্রহণযোগ্য নয়। ভারত একাধিকবার প্রমাণ দিয়েছে যে জঙ্গিদের আশ্রয় দিয়ে পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি বলে চালাচ্ছে।”
যৌথ ঘোষণাপত্র ব্রিকসের রাষ্ট্রনেতারা সন্ত্রাসবাদের নিন্দা করেন। তাদের উদ্দেশ্য যা-ই হোক না কেন, যে বা যারা সন্ত্রাস করছে, তাদের অপরাধী বলেই অ্য়াখ্যা দেওয়া হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়, “জম্মু-কাশ্মীরে ২২ এপ্রিল যে জঙ্গি হামলা হয়েছে, যেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছিলেন, আমরা তার তীব্র নিন্দা করি। সীমান্ত পার করে সন্ত্রাসবাদ থেকে সন্ত্রাসে আর্থিক মদত বা সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া- সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করি আমরা।”


Post A Comment:
0 comments so far,add yours