সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। সেটাই এবার বেড়ে হল ২১ জুলাই।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এখনও আবেদন করেননি? চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর এসএসসি-র
ফাইল ফোটো
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার সময়সীমা আরও সাতদিন বাড়াল স্কুল সার্ভিস কমিশন। ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যেত। সেটাই এবার বেড়ে হল ২১ জুলাই। একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে এসএসসি। ফলে যেসব পরীক্ষার্থী এখনও আবেদন করতে পারেননি, তাঁরা আবেদনের জন্য আরও কয়েকদিন সময় পাচ্ছেন।
পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা ৭ দিন বাড়ানোর কারণ নিয়ে এসএসসি জানিয়েছে, টেকনিক্যাল ও সার্ভারের সমস্যায় বেশ কিছু প্রার্থী পোর্টালে আবেদন করতে পারেননি। এই বিষয়টি নজরে আসার পরই আবেদন করার সময়সীমা ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হল। ২১ জুলাই বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন জানানো যাবে। আর ফি জমা দেওয়া যাবে ওইদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এ যেন ভারতের শ্রেষ্ঠত্বের প্রমাণ! অনন্ত-রাধিকার বিয়ে কী ভাবে অনন্য?
অভিনেত্রীর চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে এলোপাথাড়ি কোপ দিলেন স্বামী!
রোজ স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে ঝগড়া? জাস্ট মেনে চলুন লাল-কিতাবের এই দুটি বিষয়
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রাজ্যে ২০১৬ সালের এসএসসি-র প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। সেটাই এবার বেড়ে হল ২১ জুলাই। ৩০ মে-র বিজ্ঞপ্তি অনুসারে, লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা।
এসএসসি-র ওই বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছে। চিহ্নিত অযোগ্যরা যাতে ওই পরীক্ষায় বসতে না পারে, সেই আবেদন জানানো হয়। রাজ্য এর বিপক্ষে সওয়াল করলেও হাইকোর্ট জানিয়ে দিয়েছে, চিহ্নিত অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবে না। এদিকে, ‘যোগ্য’ চাকরিহারারা পরীক্ষায় বসবেন না বলে জানিয়েছেন।


Post A Comment:
0 comments so far,add yours