কাকদ্বীপে চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র সহ তিন দুষ্কৃতির একটি চক্র কে গ্রেপ্তার করল পুলিশ। 


জানাযায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে, কাকদ্বীপ থানার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা হচ্ছিল। এমনকি প্রায় তিনটি মন্দিরের ভিতরে থাকা পুজোর ঘন্টা, কাঁসর, আবক্ষ মূর্তি,বাসনপত্র সহ বিভিন্ন জিনিসপত্রও চুরি হয়ে যাচ্ছিল। বিষয়টি জানার পর থেকেই কাকদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করে। 


শেষ পর্যন্ত একটি সূত্র মারফত খবর পেয়ে পুলিশ প্রথমে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে বাকি দু'জনের খোঁজ পায় পুলিশ। এরপরই তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। ওই তিন জনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ থানার পুলিশ। এবং এর পরেই গ্রেফতার হওয়া তিনজনকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। 



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours