হেলমেট না পরার কারণে, একটি করে গাছ দেওয়া হয় 

আজ অর্থাৎ শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে সুন্দরবন পুলিশ পক্ষ থেকে এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সচেতনতা শিবির আয়োজন করা হয়। গাছের সঙ্গে জীবন দানকে তুলে ধরলেন সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ ট্রাফিক বিভাগ। শনিবার কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে বিনা হেলমেট পড়া বাইক চালকদের হাতে একটি করে গাছের চারা ও নতুন হেলমেট তুলে দেওয়া হয়। এদিন পুলিশকর্মীরা হেলমেট বিহীন বাইক চালকদের দাঁড় করিয়ে জীবন বাঁচানোর কথা বলেন। 

গাছকে ভালবাসার পাশাপাশি নিজের জীবনের যত্ন নেবার পরামর্শ দেন পুলিশ কর্মীরা পাশাপাশি ট্রাফিক আইনের ধারা গুলিকে তুলে ধরে একটি করে লিফলেট তাদের হাতে দেওয়া হয়। এর সাথে সাথে এদিন কাকদ্বীপের বিভিন্ন জায়গায় কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গাছও লাগানো হয়।

স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours