বর্ষা আসলেই আতঙ্কের প্রহর গোনে সাগরদ্বীপের মানুষজন কখনো দুর্বল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম ঘর ছাড়া হয় এলাকার মানুষজন।
আর তাই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের সাপখালি মৌজা চাপাতলা গ্রামে নদী ভাঙ্গন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা আর তাতেই এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হল এলাকার মানুষজন। মূলত বর্ষার আগে নদী বাঁধের ভাঙ্গন আটকাতে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার
এলাকায় এই ভাবেই বাঁশের খাচা ও ইটের তৈরি
গোলাকার সসেজ তৈরি করা হচ্ছে যার জন্য ব্যয় করা হচ্ছে ১ কোটি ৯৬ লক্ষ ২২ হাজার ২০০ টাকা কিন্তু এলাকাবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে কন্টাকটার অন্যদিকে যেখানে ৫ হাজার ইট লাগার কথা সেখানে কোন কোন জায়গায় তিন হাজার ইট দিয়েই ছেড়ে দিচ্ছে। এবং সেই ইটের মান ও নিম্ন কোয়ালিটির। এইভাবে যদি কাজ চলতে থাকে কিছুদিন পরে আবারো নদী বাঁধ ভেঙে প্লাবিত হবে এলাকা। আর তা নিয়েই সড়ব এলাকার মানুষজন।
তবে বিষয়টি নিয়ে বিরোধীদের অভিযোগ তৃণমূল দুর্নীতি ছাড়া অন্য কিছুই জানে না, তাই এটা হওয়াটাই স্বাভাবিক।
তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি সাগরের স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চেষ্টা করছে আর সেখানে বিরোধীরা বাধা দিয়ে উন্নয়ন রোধ করার এটা চালাচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours