আরজি কর-কাণ্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে জামিন পান তিনি। কিন্তু নির্যাতিতার পরিবার দাবি জানায়, জামিনের পর একবারও কোর্টে হাজিরা দেননি।

প্রায় ১ বছর পর তিলোত্তমার মামলায় ফের সন্দীপ ঘোষকে বড় নির্দেশ কোর্টের
সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ

এক বছর হতে চলেছে আরজি কর-কাণ্ডের। সরকারি এই হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণ করা হয়। এই মামলায় নাম জড়ায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। এবার ফের একবার সংবাদ শিরোনামে তাঁরা। এই দু’জনকে আবারও সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল।


আরজি করে যেখানে তিলোত্তমা ধর্ষণ ও খুন হয়, সেই ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন করেছে পরিবার। সেই মামলার শুনানিতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল। মঙ্গলবার দু’জনকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। কোনও মতামত থাকলে তাঁরা জানাবেন আদালতে। শুনানিতে রাজ্যের তরফ থেকে সরকারি আইনজীবীকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত।



 'চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে গিয়ে...', নবম শ্রেণির ছাত্রীর সঙ্গেই দিদিরা যা করল! গার্লস স্কুলে উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান
'আমি মদ খেয়ে গান গাই স্টেজে উঠে...', কোন সত্যি জানালেন রূপঙ্কর
এতদিন লুকিয়ে ছিল পাহাড়ের কোলে দেব-শুভশ্রীর মিষ্টি প্রেম, 'নস্টালজিক' নেটপাড়া
আরজি কর-কাণ্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে জামিন পান তিনি। কিন্তু নির্যাতিতার পরিবার দাবি জানায়, জামিনের পর একবারও কোর্টে হাজিরা দেননি। পরবর্তীতে কোর্টের নির্দেশে হাজিরা দেন প্রাক্তন ওসি।

তবে একা অভিজিৎ নয়, আরজি করে ধর্ষণ-খুনকাণ্ডে অন্যতম অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভিজিতের মতো তিনিও এই মামলাটিতে জামিন পেয়েছেন। কিন্তু দুর্নীতির মামলায় জেলে আছেন সন্দীপ। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় তিনি অভিযুক্ত। শিয়ালদহ আদালতে তাঁকেও হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু জেলে থাকার কারণে তাঁকে হাজির করানো যায়নি। তবে আজ বিচারক দুজনকেই হাজিরার নির্দেশ দিয়েছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours