বেহাল রাস্তা সরাই এর দাবিতে গঙ্গাসাগরে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের।
বর্ষা আসতেই কঙ্কালসার চেহারা ইটের রাস্তায় দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের বামন খালি ডিলার মোড় থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার ইটের রাস্তার বেহাল দশা। রাস্তার একাধিক জায়গা খালাখন্দে ভরা যার জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া কেউই যাতায়াত করতে পারে না এই রাস্তায়। এমনকি এই রাস্তা দিয়ে যেতে গিয়ে পড়ে গিয়ে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। এলাকার মানুষের দাবি বিষয়টি নিয়ে বারে বারে স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনকে জানিয়েও কোন ফল লাভ হয়নি। এমনকি সেই খবর সম্প্রচার করতে গেলেও সংবাদ মাধ্যমের উপরে চড়াও হয় বেশ কিছু সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর যাতে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা অন্যথায় তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের আশ্বস্ত করে পাশাপাশি জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র ও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি ঘটনাস্থলে গিয়ে রাস্তা সারা এর আশ্বাস দিলে ওঠে পথ অবরোধ।
তবে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় তুলেছে বিজেপি বিজেপির পক্ষ থেকে জানানো হয় ওই রাস্তা নিয়ে তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েছে কিন্তু কোন ফল লাভ হয়নি। ভোট আসলেই মন্ত্রী শুধু আশ্বাস দেয় মানুষকে আদৌ কোন ফল লাভ হয় না।
তবে বিষয়টি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য তথা গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র জানায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মন্ত্রী সাহেব নির্দেশ দিয়েছে, যত শীঘ্রই সম্ভব ওই রাস্তার কাজ হবে।


Post A Comment:
0 comments so far,add yours