তীব্র ঝাঁকুনি, বিমানের জানালা থেকে উঁকি মারতেই দেখলেন উঠছে আগুনের শিখা! তারপর যা হল…


জানা গিয়েছে, মিয়ামি যাচ্ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি, চাকার টায়ারে সমস্যা হয়। সেখান থেকেই এই বিপত্তি। বিমানের চাকায় আগুন ধরে যায়। গলগল করে ধোঁয়া বের হতে থাকে।
তীব্র ঝাঁকুনি, বিমানের জানালা থেকে উঁকি মারতেই দেখলেন উঠছে আগুনের শিখা! তারপর যা হল...
বেরিয়ে আসছেন আতঙ্কিত যাত্রীরা।


সবে মাত্র রানওয়ে দিয়ে ছুটতে শুরু করেছিল বিমান। হঠাৎ তীব্র ঝাঁকুনি, যাত্রীরা জানালা দিয়ে উঁকি মারতেই দেখলেন গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে, আগুন বের হচ্ছে বিমানের চাকা থেকে। এরপরই বিমানের ভিতরে তুমুল বিশৃঙ্খলা শুরু। আতঙ্কে ছোটাছুটি শুরু করলেন যাত্রীরা।

এবার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে বিপত্তি। শনিবার ডেনভার বিমানবন্দরের রানওয়ে থেকে সবে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি, এমন সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা যায়। সেখান থেকে বিমানের চাকায় আগুন ধরে যায়। গলগল করে ধোঁয়া বের হতে থাকে।





সঙ্গে সঙ্গেই বিমান থেকে ইমার্জেন্সি ইভাকুয়েশন করা হয়। সুরক্ষিতভাবে ১৭৩ জন যাত্রীকে বের করে আনা হয়। এর মধ্যে একজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলেই খবর।


জানা গিয়েছে, মিয়ামি যাচ্ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি, চাকার টায়ারে সমস্যা হয়। সেখান থেকেই এই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের চাকা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, পাশেই ইমার্জেন্সি দরজা থেকে ইনফ্লেটেড স্লাইডে যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours