গঙ্গাসাগরে চাঁপাতলায় নদী বাঁধের কাজে দুর্নীতির অভিযোগের পর বিরোধীদের উদ্দেশ্যে একাধিক মন্তব্য প্রকাশ করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাপখালি মৌজার চাঁপাতলা এলাকায় নদী বাঁধ ভাঙ্গা আটকাতে প্রশাসনের পক্ষ থেকে খাঁচা ফেলে চলছে কাজ। দুর্নীতির অভিযোগ তুলেছিল স্থানীয় মানুষজন এবং বিরোধীরা তাদের অভিযোগ ছিল নিম্নমানের ইট দিয়ে কাজ হচ্ছে এবং খাঁচায় যেখানে পাঁচ হাজার ইট দেওয়ার কথা সেখানে তিন থেকে সাড়ে তিন হাজার ইট দিয়ে নদীতে ফেলা হচ্ছে খাঁচা।
তাদের আরো অভিযোগ ছিল প্রতিবাদ করলে শাসক দলের তরফ থেকে মিথ্যা কেস দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছিল সমস্ত অভিযোগ উড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, এলাকাবাসীদের অভিযোগ ছিল নিম্নমানের ইট দেয়া হচ্ছে সেই অভিযোগ পাওয়া মাত্রই উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে যাতে ইট বদলে ভালো ইট দেওয়া হয় কিন্তু শাসক দলের তরফ থেকে কাউকে হুমকি দেওয়া হয়নি। বিরোধীরা কালিমা লিপ্ত করার জন্য মিথ্যে অভিযোগ করছে।
গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ ডট কম নিউজ টিম।


Post A Comment:
0 comments so far,add yours