ইটাহাট সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা ৯২৮। বিজেপি, তৃণমূল এবং বামেরা নির্বাচনে অংশ নিয়েছিল। এদিন ফল ঘোষণার পর দেখা যায়, এই সমবায় নির্বাচনে তেমন ছাপ ফেলতে পারেনি তৃণমূল ও বামেরা। সব আসনে জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা।


কেষ্ট-গড়ে বিজেপির জয়জয়কার, একটা আসনও পেল না তৃণমূল
জয়ের পর বিজেপি কর্মীদের উচ্ছ্বাস


 রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েকমাস বাকি। তার আগে কেষ্ট-গড় বীরভূমে বিজেপির জয়জয়কার। সাঁইথিয়াতে ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে নটি আসনের সবগুলিই জিতল গেরুয়া শিবির। রাজ্যের শাসকদল একটা আসন পেল না। নির্বাচনে অংশগ্রহণ করেছিল বামেরাও। কিন্তু, তারা কোনও দাগ কাটতে পারল না। বিধানসভা নির্বাচনের আগে সাঁইথিয়ায় এই জয়কে বড় সাফল্য হিসেবে দেখছে বিজেপি।


ইটাহাট সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা ৯২৮। বিজেপি, তৃণমূল এবং বামেরা নির্বাচনে অংশ নিয়েছিল। এদিন ফল ঘোষণার পর দেখা যায়, এই সমবায় নির্বাচনে তেমন ছাপ ফেলতে পারেনি তৃণমূল ও বামেরা। সব আসনে জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। গেরুয়া আবির খেলেন। পরস্পরকে মিষ্টিমুখ করান বিজেপি কর্মীরা। মিছিলও করেন তাঁরা।



রোজ স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে ঝগড়া? জাস্ট মেনে চলুন লাল-কিতাবের এই দুটি বিষয়
ইউনূসকে 'বিদায়' বলবে বাংলাদেশ? প্রধান উপদেষ্টা নিয়োগে প্রস্তাব বিএনপি-জামায়তদের


 ভারত-বাংলাদেশ বর্ডারে পরপর চলল গুলি, হঠাৎ কী হল সেখানে?
সমবায় সমিতিতে জয়ের পর বোলপুর সংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগেই ভেঙে গিয়েছে। এখন গা-জোয়ারি ঘাঁটি বলতে পারেন। যেখানে ভোট হয়েছে, তৃণমূল গা-জোয়ারি করেছে। পুলিশকে ব্যবহার করেছে। কিন্তু, যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন, সেখানে তৃণমূল হেরেছে।”

তিনি আরও বলেন, “বীরভূম জেলার মধ্যে ময়ূরেশ্বর বিজেপির শক্ত ঘাঁটি। আমরা সব আসনে জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তৃণমূলের নেতারা এখানে রাজনীতির নামে প্রহসন চালায়। তবে শুধু এখানে নয়, মানুষ যেখানেই ভোট দিতে পারবেন, সেখানেই বিজেপি জিতবে।”

তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (কেষ্ট) গড় হিসেবে পরিচিত বীরভূম। লোকসভা নির্বাচনে এই জেলার ২টি আসনেই জিতেছে তৃণমূল। আবার একুশের নির্বাচনে বীরভূমের ১১টি আসনের মধ্যে ১০টি পায় ঘাসফুল শিবির। একটি আসনে জেতে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই জেলায় ফল কী হবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours