এবার সেই অধ্যাপককেই তুলে দেওয়া হল পুলিশের হাতে। কলেজ থেকে বেরনোর সময় অভিযুক্ত মহিলাদের উদ্দেশ্য করে খারাপ অঙ্গভঙ্গি করছিলেন বলে দাবি সেখানে উপস্থিত লোকজনের।
দীপ্সিতা-মীনাক্ষীদের বলেছিলেন কুকথা, কলেজ থেকে বেরনোর সময় মহিলাকে দেখে নোংরা অঙ্গভঙ্গি, সিটি কলেজের সেই অধ্যাপককে তুলে দেওয়া হল পুলিশের হাতে
অভিযুক্ত রাজদীপ মাইতি
পেশায় অধ্যাপক। তবে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। অভিযোগ, উঠেছিল সোশ্যাল মিডিয়ায় মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করতেন তিনি। তাঁর সেই মন্তব্য থেকে ছাড় পাননি বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে দীপ্সিতা ধররা। এবার সেই অধ্যাপককেই তুলে দেওয়া হল পুলিশের হাতে। কলেজ থেকে বেরনোর সময় অভিযুক্ত মহিলাদের উদ্দেশ্য করে খারাপ অঙ্গভঙ্গি করছিলেন বলে দাবি সেখানে উপস্থিত লোকজনের।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত অধ্যাপকের নাম রাজদীপ মাইতি। তিনি সিটি কলেজে অধ্যাপনা করেন। অভিযোগ, শনিবার সিটি কলেজ থেকে বেরচ্ছিলেন। সেই সময় সুনেত্রা সমাজপতি নামে এক মহিলাকে দেখে খারাপ অঙ্গভঙ্গি করতে থাকেন তিনি। সেই সময় প্রত্যক্ষদর্শীরা তাঁকে ধরে চিহ্নিত করেন। নিয়ে যাওয়া হয় আর্মহার্স্ট স্ট্রিট থানায়। তবে জানা যায় মুচিপাড়ার অধীনে রয়েছে সিটি কলেজ থানা। এরপর মুচিপাড়াতেই লিখিত অভিযোগ দায়ের করেন।
'আধার, ভোটার, রেশন কার্ড গ্রহণ করতে বাধ্য কমিশন', দাবি আইনজীবী অভিষেক মনু সিংভির
“আমরা সিটি কলেজের সামনে দিয়ে আসছিলাম। আমরা তাঁকে ধরি। একজন কলেজের প্রফেসর হয়ে যে ধরনের কথা রাস্তায় দাঁড়িয়ে ব্যবহার করেছেন মহিলাদের সম্পর্কে সেখানে সাধারণ মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমরা ওকে তুলে দিয়েছি পুলিশের হাতে।”


Post A Comment:
0 comments so far,add yours