বীর শহীদদের মূর্তিতে মাল্যদান করে হুল দিবস পালন করা হলো গঙ্গাসাগরে।
মূলত ইংরেজ আমলে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় করে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সিধু ও কানু। তাই সিদু ও কানু সহ সকল আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে আজ এই দিবস পালন করা হলো। প্রতিবছর ৩০ শে জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করে আদিবাসীরা। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের
গঙ্গাসাগর উত্তর পাড়ায় এই দিনটিকে উদযাপন করা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল সমাজ সেবী শিক্ষক পলাশ দাস সহ একাধিক ব্যক্তিবর্গ বীর শহীদদের সিধু ও কানু মূর্তিতে শ্রদ্ধার নিবেদনের পর আদিবাসী নিত্যতে মাদলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
Post A Comment:
0 comments so far,add yours