ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে এবং সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
তৃণমূলের এখন অনেক টাকা হয়েছে, তাই বিনা পয়সায় কেউ শহিদ দিবসে যান না...', তৃণমূল নেতার বক্তব্য পোস্ট সুকান্তর
তৃণমূল নেতা সুভাষ ভাওয়াল
তৃণমূলের এখন অনেক টাকা হয়েছে। তাই কলকাতার তৃণমূলের শহিদ দিবসে বিনা পয়সায় কেউ যায় না। কেউ ট্রেনের এসি কামরায় আবার কেউ বাসে করে কলকাতায় যায়। একুশে জুলাইয়ের ঠিক আগের দিনই জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল। আর তা ঘিরেই শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলায়। ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে এবং সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
প্রসঙ্গত, গত তিন দিন আগে পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করা হয়। কয়েকদিন আগে বংশীহারীতে প্রধান বক্তা ছিলেন জেলা সভাপতি সুভাস ভাওয়াল। ভিডিয়োতে তৃণমূলের জেলা সভাপতিকে বলতে শোনা যায়, “আমরা যা জানি এই ঘরে যাঁরা আছেন, তাঁরা আর কেউ এখন বিনে পয়সায় যান না। তৃণমূলের এখন যা টাকা হয়েছে, তাতে কেউ বিনা পয়সায় যান না। বিনা পয়সায় যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে ব্যবস্থা করেছেন বা করবেন।” তৃণমূল জেলা সভাপতির এই বক্তব্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনীতিতে।
২০২৫-এ দাঁড়িয়েও এই গ্রামে দুই ভাইয়ের বিয়ে হয় এক মহিলার সঙ্গেই! কোথায় জানেন?
যদিও নিজের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, “এটা একান্তই আমাদের দলীয় ব্যাপার। কর্মীদের শাসন করতে যা বলার দরকার, সেটাই আমি বলেছি। সুকান্তবাবু আমার সম্পূর্ণ ভিডিয়োটা দেননি। মাঝখান থেকে কেটে ভিডিয়োটা নিজের মতো করে পোস্ট করেছেন। আমি ওই ভিডিয়োতে এটাই বলতে চেয়েছি নেতারা একা একাই বিভিন্নভাবে চলে আসেন। এবারে যেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই তাঁরা ধর্মতলার উদ্দেশ্যে আসেন। সেই কথাই আমি বলতে চেয়েছি।”
যদিও কেবল বিজেপিই নয়, এই বক্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেছে সিপিএমও। সিপিএম নেতা অনিমেশ চক্রবর্তী বলেন, “সুভাষবাবু জেনে বুঝে বলুক বা না জেনেই, তৃণমূল দলের যা বর্তমান পরিস্থিতি তা সত্যিটাই বলেছেন।”


Post A Comment:
0 comments so far,add yours