কাকদ্বীপ ট্রাফিক গার্ডের উদ্যোগে অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে কাকদ্বীপ ট্রাফিক গার্ডের উদ্যোগে করা হলো অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি। মূলত এই দিনের কর্মসূচি মাধ্যমে অ্যাম্বুলেন্স চালকদের নিয়মগুলি সম্বন্ধে জানানো হয়। এর পাশাপাশি যাতে একজন রোগী সুস্থভাবে এবং সঠিক সময়ে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে সেই বার্তা দেওয়া হয়।
এদিনের কর্মসূচির মাধ্যমে আরো বলা হয় অন্যান্য ড্রাইভারদের মতো অ্যাম্বুলেন্স ড্রাইভাররা যাতে সিট বেল্ট ব্যবহার করে, এবং কানে হেডফোন যাতে না ব্যবহার করেন বা গাড়ি চালানো অবস্থায় যাতে কোনভাবে ফোন না ব্যবহার করেন সেই সচেতনতা বার্তাও দেওয়া হয়। এদিনের এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকদ্বীপ ট্রাফিক গার্ড ও.সি. সঞ্জয় পাল, কাকদ্বীপ ট্রাফিক অফিসার, সিভিক ভলেন্টিয়ার, এবং কয়েকজন অ্যাম্বুলেন্স চালক।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours