*দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে মনা বিবি মন্দিরে কাছে থেকে উদ্ধার হল নিখোঁজ পর্যটকের দেহ*
গত শনিবার হাবরা থানা গুমা এলাকা থেকে পাঁচ বন্ধু বকখালিতে আসে ঘুরতে তারপরই রবিবার সমুদ্রের স্নান করতে নেমে তলিয়ে যায় এক বন্ধু। অন্যদেরকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল নিত্যানন্দ পাল নামে ওই যুবক। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে দীর্ঘক্ষণ নিখোঁজ পর্যটকের সন্ধান চালানো হলেও দেহ মিল ছিল না অবশেষে বকখালি বনবিবি মন্দির এর কাছ থেকে উদ্ধার হল ওই নিখোঁজ পর্যটকের দেহ। মৃত যুবকের নাম নিত্যানন্দ পাল বয়স আনুমানিক ২৬ বাড়ি হাবরা থানা গুমা এলাকায় ।
গতকাল দুপুরে সমুদ্রে চান করতে গিয়েছিলো পাঁচ জন বন্ধু মিলে। তার মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ প্রচেষ্টা তল্লাশি চালানোর পর অবশ্যই উদ্ধার হল নিত্যানন্দ পালের দেহ বনবিবি মন্দিরের কাছ থেকে। তড়িঘড়ি খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদিপ সাহা এবং পুলিশ প্রশাসন নিয়ে বকখালি সমুদ্র সৈকতে তল্লাশি চালান। এবং জলপথ ও এফআই বোট নিয়ে তল্লাশি করেন।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours