মনে করা হচ্ছে, পহেলগাঁও হামলায় যুক্ত ছিল এই তিন জঙ্গি। সেনা-সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে জঙ্গিদের।
উপত্যকায় এবার 'অপারেশন মহাদেব', পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জঙ্গি নিকেশ
ফাইল ছবি
উপত্যকায় জঙ্গি দমনে বিরাট সাফল্য। শ্রীনগরে “অপারেশন মহাদেবে” নিকেশ তিন জঙ্গি। মনে করা হচ্ছে, পহেলগাঁও হামলায় যুক্ত ছিল এই তিন জঙ্গি। সেনা-সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে জঙ্গিদের। এখনও চলছে এনকাউন্টার।
এ দিন সকাল ১১টা নাগাদ শ্রীনগরের কাছে লিডবাসে এনকাউন্টার শুরু হয়। সেনার কাছে গোপন সূত্রেই খবর ছিল. কয়েকজন বিদেশি জঙ্গি লুকিয়ে ছিল। সেই সূত্র ধরেই মাউন্ট মহাদেবের পাদদেশে এই উপত্যকায় বিরাট অভিযান শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা গুলির লড়াই চলার পর ৩ জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিকেশ হওয়া জঙ্গিরা টিআরএফ সংগঠনের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে। পহেলগাঁও মাস্টারমাইন্ড সুলেমানকে নিকেশ করা হয়েছে বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে, নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে একটি কমিউনিকেশন ডিভাইস উদ্ধার হয়েছে, যা ডিকোড করে সেফ হাউস ও পি-৩ শব্দ সামনে এসেছে। মনে করা হচ্ছে, পহেলগাঁও হামলার সঙ্গে এই জঙ্গিরা যুক্ত থাকতে পারে।
সূত্রের খবর, দুই দিন আগেই সেনার নজরে এসেছিল বেশ কিছু সন্দেহজনক যোগাযোগ। শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গল থেকে এই কমিউনিকেশন করা হয়েছিল। এরপরই আজ যৌথ অভিযানে নামে সেনা, পুলিশ ও সিআরপিএফ। স্থানীয় বাসিন্দারাও জঙ্গিদের লোকেশন খুঁজে বের করতে সাহায্য করেছেন।
আজ যেখানে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে লোকসভায় আলোচনা হওয়ার কথা, সেখানেই এই জঙ্গি নিকেশ অভিযান বিরাট সাফল্য। বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিল, পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা কোথায় গিয়েছে? পহেলগাঁও জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ।


Post A Comment:
0 comments so far,add yours