তৃণমূলের এই আন্দোলনে সর্বস্তরের মানুষের সমর্থন নিয়েও রীতিমতো উচ্ছ্বসিত মমতা। মঞ্চে উঠে শুরুতেই বললেন, “আপনাদের ভালবাসায় আমি আপ্লুত, আমি অভিষিক্ত, আমি সঞ্জিবীত, আমি সুরভিত, আমি সুশোভিত, আমি পল্লবিত, আমি বিকশিত।”
বাংলার ভাষা আন্দোলনে এবার ‘ইংলিশ মিডিয়ামও’, কী বার্তা দিলেন মমতা?
বোলপুরে মমতা
“কী করে ভুলে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা? কী করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা? কী করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা? কী করে ভুলে গলেন নব জাগরণের কথা?” রবিভূমে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে এ ভাষাতেই বাঙালি হেনস্থার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের বুকে দাঁড়িয়ে বারবার মনে করালেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের কথা।
একইসঙ্গে তৃণমূলের এই আন্দোলনে সর্বস্তরের মানুষের সমর্থন নিয়েও রীতিমতো উচ্ছ্বসিত মমতা। মঞ্চে উঠে শুরুতেই বললেন, “আপনাদের ভালবাসায় আমি আপ্লুত, আমি অভিষিক্ত, আমি সঞ্জিবীত, আমি সুরভিত, আমি সুশোভিত, আমি পল্লবিত, আমি বিকশিত। আপনাদের এই সৌজন্যের বদলে আমার একটু দেওয়ার আছে। যেন মাটির মানুষ থাকতে পারি। যেন সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলতে পারি।”
এখানেই শেষ নয়, স্বাধীনতা আন্দোলনে বাংলার অগ্রণী ভূমিকার কথাও বারেবারে মনে করালেন। বারাবার মনে করালেন বাঙালি অস্মিতার কথা। এরপরই ইংলিশ মিডিয়ামের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বলেন, “যাঁরা ইংলিশ মিডিয়ামেও পড়েন তাঁরা নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটা মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন কিন্তু নিজের অস্মিতাকে ভুলবেন না, নিজের ঠিকানাটা ভুলবেন না। নিজের কুটির ঘরটা ভুলবেন না, নিজের মা-বাবাকে ভুলবেন না, নিজের শিক্ষকদের ভুলবেন না, নিজেদের জন্মভূমিকে ভুলবেন না।”


Post A Comment:
0 comments so far,add yours