সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ৬ জেলাতে। বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ফের বাংলার আকাশে ঘোর বিপদ! বুধবারেই নতুন খেলা শুরু হয়ে যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
কী বলছে হাওয়া অফিস?
ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ১৬ জুলাই বুধবার এই আবর্তন তৈরির সম্ভাবনা প্রবল। পরবর্তী তিন চার দিনে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অর্থাৎ ঝাড়খন্ড ও ছত্তিসগঢ়ে অভিমুখ। এমনটাই বলছে আবহাওয়া দফতর। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা দিঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
রবিবার কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তেই বাড়বে বৃষ্টি। সোমবার ও মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রোজকার মতো জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭৯ থেকে ৯৫ শতাংশের মধ্যে।
বিয়ের পর চলছিল আঙটি খোঁজার খেলা, হঠাৎ হাতাহাতি!
পছন্দের জামা কিনে দিতে পারেননি মা, যুবতীর মনে এই ছিল ভাবতে পারেনি পরিবার
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ৬ জেলাতে। বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবারেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে চার জেলাতে। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জেলাতে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।


Post A Comment:
0 comments so far,add yours