পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রের ব্যবহার সম্পর্কেও জানতে চাইবে পুলিশ। পুরনো কোনও অভব্য আচরণের অভিযোগ রয়েছে কি না জানতে চাইবে পুলিশ। গতকালই কোর্টে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ফোনের কল ডিটেল খতিয়ে দেখতে হবে।
জোকা-কাণ্ডে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন পুলিশের
হরিদেবপুর থানা
আইআইএম জোকা ও সেখানকার হস্টেলের রেজিস্ট্রারে নজর পুলিশের। এবার কর্তৃপক্ষের থেকে রেজিস্ট্রার চাইল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রের ব্য়বহার সম্পর্কে জানতে চাইবেন পুলিশ আধিকারিকরা। কর্তৃপক্ষের থেকে রেজিস্ট্রার চাইলো পুলিশ। গঠন করা হয়েছে ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রের ব্যবহার সম্পর্কেও জানতে চাইবে পুলিশ। পুরনো কোনও অভব্য আচরণের অভিযোগ রয়েছে কি না জানতে চাইবে পুলিশ। গতকালই কোর্টে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ফোনের কল ডিটেল খতিয়ে দেখতে হবে। সেই মত অভিযোগকারীনি ও অভিযুক্ত দু’জনের মোবাইলের কল ডিটেইলস জোগাড় করছে পুলিশ। তাদের মধ্যে আগে কোনও কথোপকথন হয়েছিল কি না, ঘটনার দিন অভিযুক্ত নির্যাতিতাকে ফোন করেছিল কি না তা জানতে কল ডিটেলসে নজর। চাওয়া হয়েছে আইআইএম জোকার সব সিসিটিভি ফুটেজ।
রোজ স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে ঝগড়া? জাস্ট মেনে চলুন লাল-কিতাবের এই দুটি বিষয়
গোপনে প্রেম, বিয়ে করলেন অভিনেত্রী রূপালি, পাত্র কে জানেন?
এ যেন ভারতের শ্রেষ্ঠত্বের প্রমাণ! অনন্ত-রাধিকার বিয়ে কী ভাবে অনন্য?
উল্লেখ্য, কসবার ঘটনার আবহে জোকায় একটি ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত। তবে নির্যাতিতার বাবার দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি। তিনি সাংবাদিকদের জানান, শারীরিক পরীক্ষার সময় নাকি ধর্ষণের কথা পুলিশই বলতে বলেছিল। নির্যাতিতার বাবা বলেন, “মেয়ে আমাকে জানিয়েছে ধর্ষণের মতো কোনও ঘটনা ঘটেনি। বাড়িতে ফেরার পরে আমায় বলে, এমন কোনও ঘটনা ঘটেনি। এমনকী, যে গ্রেফতার হয়েছে তার সঙ্গে আমার মেয়ের কোনও সম্পর্ক নেই।” এ দিকে, এই ঘটনায় গতকালই অভিযুক্তকে কোর্টে তুলেছে পুলিশ। সেখানে আবার অভিযুক্তকে প্রভাবশালী বলেও উল্লেখ করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours