বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন,"চিহ্নিত অযোগ্যদের নিয়ে সওয়াল করার মতো জায়গায় কি কমিশন আছে?চিহ্নিত অযোগ্যদের নিয়োগে অংশ নেওয়া বা না নেওয়া নিয়ে কমিশন কীভাবে প্রভাবিত হচ্ছে?


চিহ্নিত অযোগ্যদেরও পরীক্ষায় বসতে দিতে হবে, ডিভিশন বেঞ্চে জোর সওয়াল কল্যাণের
কলকাতা হাইকোর্টে সওয়াল কল্যাণের


চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা থাকবেন না জানিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় ডিভিশন বেঞ্চে। সেখানেও প্রশ্নের মুখে পড়ল কমিশন। বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, “চিহ্নিত অযোগ্যদের নিয়ে সওয়াল করার মতো জায়গায় কি কমিশন আছে?চিহ্নিত অযোগ্যদের নিয়োগে অংশ নেওয়া বা না নেওয়া নিয়ে কমিশন কীভাবে প্রভাবিত হচ্ছে?”


এ দিন, সিঙ্গেল বেঞ্চের মতো ডিভিশন বেঞ্চেও চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ায় স্কুল সার্ভিস কমিশন। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে কমিশনের হয়ে সওয়াল করেন, “চিহ্নিত অযোগ্যরাও অংশ নিতে পারবে নতুন নিয়োগ প্রক্রিয়ায়। কোনও বাধা নেই সুপ্রিম কোর্টের। চিহ্নিত অযোগ্যরা নিয়োগে অংশ নিতে না পারলে, অসফল প্রার্থীরাও পারবেন না।”


বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশের হাতে আটক ৬ বাঙালি, মামলা গেল হাইকোর্টে
বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, “কেউ কোনও একটা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, সেখানে অসফল হয়েছেন। তাঁরা ভবিষ্যতে কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না ?” সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যাঁরা দুর্নীতি করেছেন, প্রতারণার জন্য যাঁদের চাকরি বাতিল করা হয়েছে তাঁরাও এই নিয়োগে অংশ নিতে পারবেন ? কমিশনকে পাল্টা প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের।

নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের বা রাজ্যের আছে। রাজ্যের মানুষের কথা কে ভাববে? জনস্বার্থের কথা রাজ্যকেই চিন্তা করতে হবে। সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours