রাজ্যের যুক্তি ছিল, অভিযুক্তর বিচার শেষ হয়ে সাজা ঘোষণা হওয়ার পর আইনত এই আবেদন গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, হাইকোর্টে পুনরায় তদন্তের আবেদনের শুনানি হয়নি, তার মাঝে তদন্তকারী সংস্থা ছাড়া আর কেউ ঘটনাস্থলে যেতে পারে না।
আপনাদের যাওয়ার তো একটা কারণ থাকবে...', আদালতে খারিজ হয়ে গেল তিলোত্তমার
আদালতে খারিজ হয়ে গেল তিলোত্তমার বাবা-মায়ের আর্জি। আরজি কর মেডিক্যাল কলেজের যে ঘরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানিয়েছিল তিলোত্তমার পরিবার। বুধবার সেই আবেদন খারিজ করে দিল আদালত।
কলকাতা হাইকোর্টে ওই আবেদন জানিয়েছিল তিলোত্তমার পরিবার। পরে হাইকোর্ট আবেদনের নিষ্পত্তি করতে বলে শিয়ালদহ আদালতকে। বুধবার সেখানেই চলছিল শুনানি। বিচারক অরিজিৎ মণ্ডলের বেঞ্চ এদিন সেই আর্জি খারিজ করে দিয়েছে।
'গরম দেখাচ্ছেন', বলেই সিপিএম নেতাকে সপাটে চড় আইসি-র, পুলিশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ
'তখন তৃণমূলই বলেছিল, আমি বিজেপিতে যোগ দিতে যাচ্ছি', হঠাৎ কেন বললেন অধীর?
আলিয়ার সই নকল করে দিনের পর দিন দুর্নীতি! পরে গ্রেফতার, অভিনেত্রীকে ঠকালেন কোন 'প্রাক্তন'?
মঙ্গলবারের শুনানিতে তিলোত্তমার পরিবারের আবেদনে সিবিআই আপত্তি না জানালেও, রাজ্য ও অভিযুক্তের তরফে আপত্তি জানানো হয়েছিল। রাজ্যের যুক্তি ছিল, অভিযুক্তর বিচার শেষ হয়ে সাজা ঘোষণা হওয়ার পর আইনত এই আবেদন গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, হাইকোর্টে পুনরায় তদন্তের আবেদনের শুনানি হয়নি, তার মাঝে তদন্তকারী সংস্থা ছাড়া আর কেউ ঘটনাস্থলে যেতে পারে না। তৃতীয়ত, নিম্ন আদালতের শুনানি করার এক্তিয়ার নেই বলেও দাবি করে রাজ্য।
শুনানির পর তিলোত্তমার বাবা, মা-কে বিচারক বলেন, “আপনারা যেটা আবেদন করেছেন তার অর্থ আপনারা প্যারালাল ইনভেস্টিগেশন চাইছেন। নিম্ন আদালতের এই আবেদন অনুমোদন করার অধিকার নেই। সিবিআই তদন্ত চলছে এই পর্বে প্রাইভেট পার্টি বা নিরপেক্ষ ফরেনসিককে অনুমতি দিতে পারি না।”
বিচারকের স্পষ্ট বক্তব্য, “আপনারা যে যাবেন, সেটার একটা কারণ তো থাকবে। একটি দিকের তদন্ত চলছে। এই আদালত অনুমোদন করতে পারে না। আপনারা উচ্চ আদালতে যেতে পারেন। সিবিআই-এর অবস্থা খুব শোচনীয়। আমি বুঝতে পারছি না কেন সিবিআই নো অবজেকশন দিল?” অভিযুক্তের আইনজীবী ও রাজ্যের আইনজীবী একই সুরে কথা বলছেন বলেও মন্তব্য করেন বিচারপতি।
উল্লেখ্য, তিলোত্তমার জন্য প্রকৃত বিচার চেয়ে ফের পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৮ অগস্ট তিলোত্তমা-কাণ্ডের ঠিক এক বছর পর ফের একবার পথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা।


Post A Comment:
0 comments so far,add yours