বকখালি স্নান করতে এসে তলিয়ে গেল এক যুবক, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার এই ঘটনা।
এই মুহুর্তের ব্রেকিং নিউজ, আবারও বকখালি সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলো এক পর্যটক। দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালিতে গতকাল পাঁচ বন্ধু মিলে ঘুরতে আসে। ২৭শে জুলাই দুপুর আনুমানিক ০১: ০০টা নাগাদ পাঁচ জন বন্ধু মিলে সমুদ্র স্নান করতে নামে। তখনই পাঁচজনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাকিরা খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে ফ্রেজারগঞ্জ থানায় জানায়। জানা যায় হারিয়ে যাওয়া ওই যুবকের নাম নিত্যানন্দ পাল বয়স আনুমানিক ২৬, বাড়ি হাবরা থানার গুমা এলাকায়, ২৬শে জুলাই ৪ বন্ধুর সাথে বকখালি বেড়াতে আসে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা সহ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসন তল্লাশি কাজ শুরু করেছেন ইতিমধ্যেই। সুন্দরবন পুলিশ জেলার এফ আই বি বোর্ড নিয়ে নিখোঁজ যুবকের তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনো খোঁজ মেলেনি।
চলতি মাসের ১৪ তারিখে বকখালিতে ঘটে এমনই এক ঘটনা। গত ১৪ই জুলাই পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্নান করতে নেমে বকখালি সমুদ্র সৈকতে জোয়ারের জলে তলিয়ে যায় এক পর্যটক। পরে সেই দেহ উদ্ধার বকখালির কাছাকাছি পাতিবুনিয়া থেকে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours