কয়েক ঘন্টার ব্যবধানে কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা। গতকাল রাত ১২টা নাগাদ কাকদ্বীপের অক্ষয়নগর- কালীনগরে একটি ট্রাকের ধাক্কায় এক টোটোচালক সহ ২ জনের মৃত্যু হয়েছে।
গুরুতর জখম এক টোটো যাত্রীকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন রাতে একটি ট্রাক কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল। একইদিকে যাচ্ছিল একটি টোটো। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর পেছনে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে।
যাত্রীসহ টোটো নয়ানজুলির মধ্যে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এসে টোটোটিকে উদ্ধারের চেষ্টা করে। চালক সহ এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। অন্য যাত্রীকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে আসে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ট্রাকটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করে। ঘাতক ট্রাকের চালক পলাতক।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours