কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নতুন পাঠ্যক্রম তৈরি করা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে। বিশেষত প্রযুক্তি, এনার্জি ও ইনফ্রাস্ট্রাকচার সংসক্রান্ত বিষয়ে জোর দেওয়া হয়েছে।


নবদীক্ষা ২০২৫', আদানি ইউনিভার্সিটিতে এবার শিক্ষার নতুন দিগন্ত

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বি টেক, এমবিএ ও এম টেক পাঠ্যক্রমে পরিবর্তন আনল আদানি ইউনিভার্সিটি। সোমবার ‘নবদীক্ষা, ২০২৫’ নামে নতুন প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে আদানি ইউনিভার্সিটিতে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সহ যুগোপযোগী আরও নানা বিষয় শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে।

কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নতুন পাঠ্যক্রম তৈরি করা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে। বিশেষত প্রযুক্তি, এনার্জি ও ইনফ্রাস্ট্রাকচার সংসক্রান্ত বিষয়ে জোর দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গ্রুপের চিফ ট্রান্সফর্মেশন অফিসার সুদীপ্ত ভট্টাচার্য, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রাক্তনী ড. রাম চরণ, আদানি ইউনিভার্সিটির সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক সুনীল ঝা। অধ্যাপক ঝা বুঝিয়েছেন এআই-এর যুগে কীভাবে পদার্থবিদ্যার, রসায়নবিদ্যা ও অঙ্কের গুরুত্ব বাড়ছে।





ড. রবি পি সিং তাঁর বক্তব্যে কম্পিউটার সায়েন্স ও এনার্জি ইঞ্জিনিয়ারিং-এর উপর জোর দেওয়ার কথা বলেন। তিনি বলেন, “যদি এআই, সাসটেইনেবিলিটি ও ইনফ্রাস্ট্রাকচারের দিকে জোর দাও, তাহলে এটাই সঠিক সময়।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours