বঙ্গোপসাগরে ডুবে গেল আবারো একটি ট্রলার
গত শুক্রবার রায়দিঘি থাকে ভাই ভাই নামক একটি ট্রলার ১৩ জন মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরে পারি দিয়েছিল মাছ ধরার জন্য। মাছ ধরে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগ এর কবলে পড়ে ট্রলারটি । ঢেউয়ের দাপটে ট্রলারটির তলা ফেটে যায় এবং জল ঢুকতে শুরু করে।
এমতাবস্থায় আব্বা মায়ের দোয়া নামক একটি ট্রলারের সাথে ওয়ারলেস এর মাধ্যমে যোগাযোগ হয়, তারপর ওই আব্বা মায়ের দোয়া ট্রলারটি আসে এবং ডুবে যাওয়া ট্রলার থেকে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীরা এখন পুরপুরি সুস্থ এবং তাদেরকে রায়দিঘী মৎস্যবন্দর ঘাটে ফিরিয়ে আনা হয়েছে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours