দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসের জন্যও বিজেপি ২৫০-র বেশি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের শ্রদ্ধাঞ্জলি দেবেন তিনি। সেই কারণেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।


২১ শে জুলাই দিলীপ ঘোষ কী করবেন জানালেন নিজেই
দিলীপ ঘোষ (ফাইল ছবি)


বরাবরই একুশে জুলাইয়ের দিন রাজ্য-রাজনীতির নজর থাকে ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশের দিকে। এবার ময়দানে বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে উত্তরে উত্তরকণ্যা অভিযান। তবে শুধু উত্তর নয়, খড়গপুরে আবার বিজেপি নেতা দিলীপ ঘোষ পৃথক কর্মসূচির ডাক দিয়েছেন।


দিলীপবাবু আগেই জানিয়েছিলেন ২১ তারিখ তিনি চমক দেবেন। প্রথমে রাজনীতির অলিগলিতে জল্পনা ছড়িয়েছিল তবে কি ধর্মতলায় যেতে পারেন এই বিজেপি নেতা? তবে প্রাক্তন এই সাংসদ জানালেন তেমনটা নয়। উল্টে তিনিও কর্মসূচির ডাক দিলেন। তিনিও শহিদ দিবস পালন করবেন বলে জানালেন। কেন এই শহিদ দিবস?


ছেলে আর ছেলের শালির বরকে নিয়োগ...', তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসের জন্যও বিজেপি ২৫০-র বেশি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের শ্রদ্ধাঞ্জলি দেবেন তিনি। সেই কারণেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিজেপি নেতা বলেন, “২১ তারিখে কর্মসূচি আছে আমাদের। খড়গপুরে সভা করার কথা আছে। সেখানে কর্মরা আসবেন। যাঁরা তৃণমূলের হিংসার বলি হয়েছেন তাঁদের এই শ্রদ্ধাঞ্জলী দেওয়া হবে।” তবে এই চমক দেওয়ার কথাই কি বলেছিলেন দিলীপ? এ দিন সাংবাদিকরা এই প্রশ্ন করলে তিনি বলেন, “২১ তারিখ তো এখনও যায়নি…।” মানে চমক যে এখনও যায়নি সেইটাই বোঝাতে চাইলেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours