৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিলোত্তমার বাবা-মাকে উপস্থিত থাকার জন্য আবেদন করেছেন।




কলকাতা: একুশে জুলাইয়ের আগে তৃণমূল নেতা কুণাল ঘোষের মুখে আবারও তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ হওয়া আন্দোলন প্রসঙ্গ। আরও একবার কুণাল  তিলোত্তমা আন্দোলনের কথা মনে করালেন। তিনি বললেন, “৯ অগস্টের পর আবার ওরা পথে নামবে। আবার ওরা শকুনের রাজনীতি করবে।”
এটিও পড়ুন

দলীয় কর্মীদের যাঁরা সামাজিক মাধ্যমে সক্রিয়, তাঁদের উদ্দেশে যোগ্য জবাব দেওয়ার জন্য ‘মহারণ’ শুরু করার ডাক দিলেন কুণাল। কুণালের বিস্ফোরক মন্তব্য, “অগষ্ট মাস থেকে শকুনের রাজনীতি শুরু হলেই সোশ্যাল মিডিয়ায় মহারণ শুরু করুন।” এর এ প্রসঙ্গে দলের একাংশকে বিঁধে বললেন, “দলের কেউ কেউ সেই সময় দেয়ালে বসে থেকেছিল। সুসময় দলের উত্তরীয় পরব, আর সমালোচনার সামনে পড়লে দেওয়ালে (সামাজিক মাধ্যমের ওয়ালে) গা ঢাকব, সেটা হতে পারে না!”

কুণালের এই বক্তব্য প্রসঙ্গে তিলোত্তমাপর্বে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, “এক বছর হচ্ছে, বিভিন্ন দলের নেতানেত্রীরাই আমাদের আক্রমণ করেছে। ৯ অগস্টের নৃশংস ঘটনার প্রতিবাদ কাউন্টার করা আমার মনে হয় উচিত নয়। নোংরা রাজনীতির খেলা। আমি তো বলব, শুধু সামাজিক মাধ্যমে নয়, রাস্তায় নেমে, সব জায়গায় প্রতিবাদে সামিল হোক মানুষ।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours