মন্দিরে ওঠার সিড়িতে পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপরই ভিড়ের চাপে হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়।
হরিদ্বারের মন্দিরে তুমুল বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত ৭, আহত অনেকে
হরিদ্বারে মনসা মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু।
হরিদ্বারের মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। আহত আরও অনেকে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, রবিবার সকালে উত্তরাখণ্ডের হরিদ্বারে বিখ্যাত মনসা দেবী মন্দিরে এই বিপত্তি ঘটে। মন্দিরে ওঠার সিড়িতে পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপরই ভিড়ের চাপে হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। আহত আরও কমপক্ষে ৩৫ জন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও এসডিআরএফ। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীও উদ্ধারকাজে নজর রাখছেন।


Post A Comment:
0 comments so far,add yours