৯ জুলাই সকালবেলা কানাডায় সদ্য খোলা তাঁর ক্যাপস ক্যাসেতে বন্দুকবাজরা তাণ্ডব চালায়। এলোপাথারি গুলিও চালাতে থাকে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কপিল শর্মাও সুস্থ রয়েছেন।


কপিল শর্মার ক্যাফেতে বন্দুকবাজদের তাণ্ডব, চলল এলোপাথাড়ি গুলি, অভিনেতা ঠিক আছেন তো?



ক্যাফে ব্যবসার শুরুতেই বড়সড় ধাক্কা খেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা। জানা গিয়েছে, ৯ জুলাই সকালবেলা কানাডায় সদ্য খোলা তাঁর ক্যাপস ক্যাসেতে বন্দুকবাজরা তাণ্ডব চালায়। এলোপাথারি গুলিও চালাতে থাকে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কপিল শর্মাও সুস্থ রয়েছেন।

তথ্য বলছে, এই ঘটনার দায় স্বীকার করেছেন হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি। যিনি খালিস্তানী জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁর তরফ থেকে জানানো হয়েছে, কপিল শোয়ে কিছু আপত্তিজনক মন্তব্যের জন্যই এই মামলা। তবে কী মন্তব্য তা স্পষ্ট করেননি হরজিৎ।



নায়িকাদের পেলে শুধু চুমুই খাইনি...! বিস্ফোরক বলিউডের 'সিরিয়াল কিসার' ইমরান হাসমি
পাখির চোখ ১৬ জুলাইয়ের রবীন্দ্র সদন, কী ঘটবে সেখানে?
'কাল্পনিক' কেন ছাড়পত্র পাচ্ছে না? পরিচালকের দাবি তাঁকে কারণ বলা হচ্ছে না
ইতিমধ্যেই কপিল শর্মার এই ক্য়াফে নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। ক্যাফের খাবারের চড়া দামের জন্য কপিলকে কটাক্ষও শুনতে হয়েছে। আর তারই মাঝে এমন ঘটনায় একটু হলেও বিপদে পড়েছেন কপিল। তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কপিলের তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours