ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ সেঞ্চুরি করলেন শুভমন গিল। একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। এখনও এক ম্যাচ বাকি। তার মধ্যেই পেরিয়ে গিয়েছেন ৭০০ রান। সিরিজে সবচেয়ে বেশি রান তাঁরই। এক সেঞ্চুরিতে কী রেকর্ড গড়লেন শুভমন গিল?
এশিয়ার প্রথম ক্যাপ্টেন, আর কী ইতিহাস গড়লেন শুভমন গিল?
ম্যাঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরি। পাশাপাশি একঝাঁক রেকর্ড ভারত অধিনায়ক শুভমন গিলের। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এরপর এজবাস্টনে দু-ইনিংসেই সেঞ্চুরি। ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ সেঞ্চুরি করলেন শুভমন গিল। একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। এখনও এক ম্যাচ বাকি। তার মধ্যেই পেরিয়ে গিয়েছেন ৭০০ রান। সিরিজে সবচেয়ে বেশি রান তাঁরই। এক সেঞ্চুরিতে কী রেকর্ড গড়লেন শুভমন গিল?
এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে ৭০০ প্লাস রানের রেকর্ড গড়লেন শুভমন গিল। ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮১ রান করতেই এই রেকর্ড। শেষ অবধি ১০৩ রানে ফেরেন শুভমন গিল। ব্যাটার হিসেবে যেমন রেকর্ড, তেমনই ক্যাপ্টেন হিসেবেও ইতিহাস। ক্যাপ্টেন হিসেবে টেস্টে এক সিরিজে ৭০০ প্লাস রানের রেকর্ড রয়েছে কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (দু-বার), স্যার গ্যারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাসকর, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ এবং গ্রেম স্মিথের।


Post A Comment:
0 comments so far,add yours