বলিউডের সুপারস্টার বিনোদ খান্নার জীবনটাও পর্দার মতো রঙিন। তাঁর জীবন হার মানাতে পারে যেকোনও ছবির চিত্রনাট্যকে। কীভাবে এক নম্বর হিরো থেকে একেবারে জিরো হয়ে গেলেন বিনোদ, তা নিয়ে কিন্তু চর্চা এখনও চলে বলিপাড়ায়।
উদ্দাম যৌনতাই ডেকে আনল বিপদ! এক নম্বর নায়ক হয়েও ছাড়লেন বলিউড, অভিনেতার সঙ্গে কী ঘটল?
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবনে নায়ক-নায়িকারা কী করে থাকেন, তা নিয়ে কৌতুহল বরাবরই রয়েছে অনুরাগীদের মধ্যে। আর এই কৌতুহলকে উসকেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে কথায় আছে, যা রটে তার কিছুটা তো বটে। বলিউডের সুপারস্টার বিনোদ খান্নার জীবনটাও পর্দার মতো রঙিন। তাঁর জীবন হার মানাতে পারে যেকোনও ছবির চিত্রনাট্যকে। কীভাবে এক নম্বর হিরো থেকে একেবারে জিরো হয়ে গেলেন বিনোদ, তা নিয়ে কিন্তু চর্চা এখনও চলে বলিপাড়ায়।
সুঠাম চেহারার বিনোদ খান্না সেই সময় মন কেড়েছিলেন অনেক নায়িকারই। মহিলা মহলে তা তাঁকে নিয়ে নানা আলোচনা চলত। নিজের প্লেবয় ইমেজকে এনজয়ও করতেন বিনোদন। তাই তো মাধুরী থেকে মীনাক্ষি বিনোদের বিপরীতে অভিনয় করলেই বলিউডে রটে যেত নানা প্রেমগুঞ্জন। দয়াবান ছবিতে তো মাধুরী ঠোঁট কামড়ানোর ঘটনা বলিউডের হট টপিক।
'যখন দেখি, শরীরটা এক মুহূর্তে ঠান্ডা হয়ে যায়, চোখের পাতা বুজে ফেলি', নিউটাউনের গীতাঞ্জলি বাসস্ট্যান্ডে রোমহর্ষক ঘটনা
ভালো অভিনয় নজর কাড়ে, চিত্রনাট্যের বুনোট-শুটিংয়ে খামতি নজরে এলো
এক সাক্ষাৎকারে স্পষ্ট বিনোদ খান্না বলেছিলেন, যৌনতা তাঁর ভাল লাগে। একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করাটা নাকি তাঁর হবি! ঘরে স্ত্রী, সন্তান থাকলেও, যৌনতা নিয়ে কোনওরকম ট্যাবু ছিল না বিনোদের মনে। কিন্তু বিনোদের এই বিন্দাসপনা, সেই সময় বলিউডে অনেকেই ভাল চোখে দেখেননি। আর সেই কারণেই একের পর এক ছবি থেকে বাদ পড়তে লাগলেন বিনোদ। এমনকী, শোনা যায় বহু নায়িকারাই নাকি বিনোদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন নানা কারণে।


Post A Comment:
0 comments so far,add yours