সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যায়, এক দেড় বছরের শিশু ও এক মহিলাকে মেরেছে দিল্লি পুলিশ। সেই বর্ণনা দিতে শোনা যাচ্ছে এক ব্যক্তিকে।
মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করেছিল দিল্লি পুলিশ, সেই সাজনুরকে সামনে এনে জবাব দিল তৃণমূল
বাঙালি বলে দিল্লির এক শ্রমিকের পরিবারের উপর অত্যাচার! শিশুকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিয়ো প্রকাশ হওয়ার পরই অভিযোগ নস্যাৎ করে দেয় দিল্লি পুলিশ। এবার সেই অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিল তৃণমূল। সাংবাদিক বৈঠকে বসানো হল সেই মহিলাকে, যাঁকে অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
বুধবার মালদহে বাসিন্দা ওই মহিলাকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মেয়র ফিরহাদ হাকিম। কুণাল ঘোষ জানান, কলকাতা পুলিশের কাছে অভিযোগও দায়ের করবেন ওই মহিলা।
মহিলার নাম সাজনুর পারভিন। দিল্লির পাণ্ডবনগরে থাকতেন তিনি। পরিবার সহ বেশ কয়েক বছর ধরে দিল্লিতে আছেন তাঁরা। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁদের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। সাজনুর বলেন, “প্রথমদিন চারজন এসেছিল। বলা হল, পুলিশের লোক। আধার কার্ড দেখাতে হবে। স্বামীর খোঁজ করা হয়। আপনারা বাংলাদেশি। পালানোর চেষ্টা করবেন না। পরেরদিন আবার ৪ জন আসে। তার মধ্যে দুজন মহিলা ছিলেন। সঙ্গে যেতে বলা হয়।”
সাজনুরের দাবি, একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁর ও তাঁর সন্তানের উপর অত্যাচার শুরু করা হয়। মহিলা বলেন, “আমাকে ২টো থাপ্পড় মারল। তারপর বলল জয় শ্রীরাম বল। আমি বললাম আমি মুসলমান। কীভাবে জয় শ্রীরাম বলব? তখন আমার পেটে লাথি মেরেছিল। ছেলেকে কেড়ে নেওয়ার চেষ্টাও করে। ফেলে দিয়েছিল ছেলেকে। কানে এমন মেরেছিল যে কান থেকে রক্ত পড়ছিল। বলা হয়, ২৫ হাজার টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। স্বামীকে জানানোর পর শাশুড়ি টাকা নিয়ে পৌঁছয়। এরপর আমাদের ছেড়ে দেওয়া হয়।”
সন্ধ্য়ায় বাড়ি ফেরার পর পুলিশ তাঁদের থানায় নিয়ে যায় বলে অভিযোগ। এরপর চলে আরও অত্যাচার! সাজনুর বলেন, “আমাদের বলল, পশ্চিমবঙ্গ মানেই তো বাংলাদেশি। তোমরা তো বাংলাদেশি। এত ভয় দেখাচ্ছিল, যে কী বলব।” অনেক জায়গায় সই করিয়ে নিয়েছে বলেও দাবি সাজনুরের।
কী দাবি করেছিল দিল্লি পুলিশ?
সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যায়, এক দেড় বছরের শিশু ও এক মহিলাকে মেরেছে দিল্লি পুলিশ। সেই বর্ণনা দিতে শোনা যাচ্ছে এক ব্যক্তিকে। সেই ভিডিয়ো প্রকাশ করে বিজেপিকে নিশানা করেছিলেন মমতা। লিখেছিলেন, “পরিত্রাণ পেল না শিশুও। দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?”
এই পোস্ট সামনে আসার পর দিল্লি পুলিশ দাবি করে, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্য়মন্ত্রীর সেই দাবি খারিজ করেন পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি বলেন, “ভিডিয়োর ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ। নানা প্রযুক্তিগত পরীক্ষাও করা হয়েছে। সেই ভিত্তিতেই একাধিক প্রমাণ সংগ্রহ করেছে তদন্তকারী দল।”
পুলিশের আরও দাবি, পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায় মালদহের এক নেতার নির্দেশে ওই ভিডিয়ো বানানো হয়েছিল। এই ভিডিয়ো সম্পূর্ণ ভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন পুলিশ আধিকারিক। এবার সাজনুরকে সামনে এনে কার্যত তারই জবাব দিল তৃণমূল।


Post A Comment:
0 comments so far,add yours