হঠাৎ করে ব্যথা শুরু হয় বুকে। তারপর তীব্র শ্বাসকষ্ট। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই তৎপর হন সাংসদের পরিবার-পরিজনরা। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


 ফের অসুস্থ সৌগত, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
সৌগত রায়, সাংসদ

 গ্রাস করছে বার্ধক্য়। রবিবার ফের অসুস্থ হলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সকালে বাড়িতেই ছিলেন। ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তখন ধেয়ে এল বিপত্তি। হঠাৎ করে ব্যথা শুরু হয় বুকে। তারপর তীব্র শ্বাসকষ্ট। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই তৎপর হন সাংসদের পরিবার-পরিজনরা। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আপাতত কলকাতার একটি নামজাদা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌগত রায়কে। সম্প্রতি তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। আর তারপরেই এমন বিপত্তি। অবশ্য, সাংসদের এখন কেমন রয়েছে? পরিস্থিতির অবনতি ঘটেছে নাকি সবটাই স্থিতিশীল, সেই নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

এটিও পড়ুন
'শুভমন যদি...', গিলকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সৌরভ গঙ্গোপাধ্যায়ের
পাঁচতারা হোটেলে যাওয়ার এই খেসারত! 'খোলা জানালায়' ট্রাফিক জ্যাম
একটা লোক করিশ্মাকে পেটাতো, তার জন্য চোখের জল? বিস্ফোরক তসলিমা
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে শরীরটা ঠিক ছিল না সৌগতর। ঝিমিয়ে পড়েছিলেন। অবশেষে রবিবার, হাসপাতালে ভর্তি করা হল দমদমের তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ। মার্চের দিকে লোকসভা অধিবেশন চলাকালীনই সংসদ থেকে বেরনোর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের এই প্রবীণ সাংসদ। সেই সময় হুইলচেয়ারে বসিয়ে তাঁকে অধিবেশন কক্ষ থেকে বের করে আনা হয়েছিল। তারপর সাংসদের সতীর্থরাই তাঁকে নিজেদের দায়িত্বে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

এরপর গতমাসের দিকে আবার অসুস্থ হয়ে পড়েন সৌগত। সেই বার অবশ্য শহরেই ছিলেন তিনি। জানা গিয়েছিল, নিজের লোকসভা এলাকায় একটি মন্দির উদ্বোধন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বসানো হয়েছিল পেসমেকার।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours