অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা। নির্মল কুমার ১৯৬৯ সালের মুক্তিপ্রাপ্ত ছবি 'কমললতা'-তে এক মুসলমান কবি 'গহর গোঁসাই'-এর চরিত্রে অভিনয় করেন।
হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মল কুমার, কেমন আছেন অভিনেতা?
কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। এই বিষয়ে তাঁদের কন্যা মিমি ভট্টাচার্যের সঙ্গে Tv9 বাংলা কথা বলতে গিয়ে জানতে পারে, সত্যিই বর্ষিয়ান অভিনেতা নির্মল কুমার হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও চিন্তার কোনও কারণ নেই। জানা গেল, তাঁর শারীরিক অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে। তাঁর কন্যার কথা অনুযায়ী, বর্ষিয়ান অভিনেতা নির্মল কুমারকে বৃহস্পতিবার ১২জুন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পায়ের ধমনী সরু হয়ে যাওয়ায় রক্ত চলাচলে সমস্যা দেখা যায়। পরিস্থিত ক্রমেই জটিল হতে থাকে। এরপরই চট জলদি বর্ষিয়ান অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে, যদিও বয়স এখন ৯৬ বছর। এই কারণে বেশকিছু শারীরিক সমস্যা রয়েছে বটেই।
প্রসঙ্গত, অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা। নির্মল কুমার ১৯৬৯ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘কমললতা’-তে এক মুসলমান কবি ‘গহর গোঁসাই’-এর চরিত্রে অভিনয় করেন। দারুণ রকমের জয়প্রিয়তা পেয়েছিল চরিত্রটি। সেইজন্য তিনি বি এফ জে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। নির্মল কুমার বহু ব্যবসায়িকভাবে সফল ছবিতে অভিনয় করেছেন। যেমন, ‘উপহার’, ‘কাহিনী’, ‘ক্ষণিকের অতিথি’, ‘লালপাথর’, ‘আদালত ও একটি মেয়ে’ প্রমুখ চরিত্রে তিনি প্রশংসা কুড়িয়েছেন। যদিও একটা সময়ের পর তিনি সিনেপাড়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ঘনিষ্ঠজনেরা উদ্বেগ প্রকাশ করছেন। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
এটিও পড়ুন
Post A Comment:
0 comments so far,add yours