অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় বাঁকুড়ায় ২৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। গত কয়েকদিনে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের বেশি থাকলেও গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও তা কমেছে।


গত ২৪ ঘণ্টায় দিঘায় মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি, বর্ষার খেলা কী ঘুরে গেল?
প্রতীকী ছবি


 এখনই বিরাম নেই বৃষ্টির। বর্তমানে দাপট কিছুটা কমলেও ফের বাড়বে গতি। ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রাজ্যে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এরইমধ্যে ২৫ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস রয়েছে। তার জেরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বাকি অংশেও শীঘ্রই ঢুকে পড়বে মৌসুমী বায়ু। উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের বাকি অংশে ঢুকে পড়বে বর্ষা। এমনটাই পূর্বাভাস মৌসম ভবনের। 


হাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় বাঁকুড়ায় ২৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। গত কয়েকদিনে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের বেশি থাকলেও গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও তা কমেছে। দিঘায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একইসঙ্গে দুই ২৪ পরগনা, নদিয়ায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। 

এটিও পড়ুন
Kolkata: বাবা কাজে ব্যস্ত, একরত্তি কন্যা হঠাৎ উধাও, হুলস্থুল সল্টলেকে
আজমের থেকে এসেছিল শিয়ালদহে! সন্দেহের বশে আব্বাসের ব্যাগ খুলতেই চোখ কপালে রেলপুলিশের, ভাঙল বড় চক্র


বিজেপির উদার রাজনীতি সবার হজম হয় না: দিলীপ
মঙ্গলবারেও দেখা যাবে একই ছবি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। হাওয়া অফিস বলছে মঙ্গলের রাত পোহালেই আরও বেড়ে যাবে বৃষ্টির দাপট। বুধবার ও বৃহস্পতিবার হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours