আছে..আছে চমক আছে’, একগাল হাসি নিয়ে হঠাৎ কার কথা বললেন কল্যাণ?



আজ রথের আগে খুঁটি পুজো করে দুর্গাপুজোর সূচনা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর আরএমএস মাঠে প্রতিবছর দুর্গাপুজো করেন। রথের আগে সেই পুজোর খুঁটি পুজোরই হয় আজ।

আছে..আছে চমক আছে', একগাল হাসি নিয়ে হঠাৎ কার কথা বললেন কল্যাণ?
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ



হুগলি: রবিবার গালভরা হাসি নিয়ে একটা খবর দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কী খবর? সেটা কিন্তু পরিষ্কারভাবে খোলসা করেননি সাংসদ। শুধু ইঙ্গিত দিয়ে জানালেন, এই বছর পুজোয় একটা চমক রয়েছে। কীসের চমক, কে তিনি? তার বিস্তারিত কিন্তু বললেননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। সাংবাদিকদের প্রশ্নে শুধু বললেন, ‘আছে…আছে….।’ একটু অপেক্ষাও করতে বলেন সাংসদ।

আজ রথের আগে খুঁটি পুজো করে দুর্গাপুজোর সূচনা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আরএমএস মাঠে প্রতিবছর দুর্গাপুজো করেন। রথের আগে তারই খুঁটি পুজো হয় এ দিন। কল্যাণ ছাড়াও সাংসদের খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক ও চেয়ারম্যানরা। সেখানে কল্যাণের পাশে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, চঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারদের।

এটিও পড়ুন
শুরু ধর্মীয় নেতা বাছাই! কার হাতে যাবে ইরান? মৃত্যুর আগেই মনোনয়ন খামেনেইয়ের
মালদহে বাড়িতে ঢুকে মহিলাকে অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ, তৃণমূল বলল...
দাউদাউ করে জ্বলছে কারখানা! খিদিরপুরের পর লেলিহান আগুন জাপটে ধরল শহরতলি
আজ কল্যাণ জানান, এই বছর পুজোর থিম হবে কোনারকের সূর্য মন্দির। তবে সংশ্লিষ্ট পুজোয় যে চমক থাকছে সে কথাও হাসিমুখে জানিয়েছেন তিনি। প্রথমে একটু মজার ছলেই তৃণমূল সাংসদ বলেন, “চমক বলতে মানুষ চমক। প্রচুর মানুষ আসবেন মণ্ডপে।” তারপর তিনি বলেন, “আসবে…আসবে এখনও ফাইনাল নয়। তবে একটা ভাল চমক থাকতে পারে। কথা দিয়েছে…বলেছে, চেষ্টা করছি কল্যাণজি (কোশিস কর রাহা হু কল্যাণজি) এখনও ফাইনাল করিনি।” কল্যাণের এই কথার পরই শুরু জল্পনা। তবে কি তাঁর পুজোয় বলিউডের নামি কোনও শিল্পী আসছেন? যদিও, সব উত্তর সময়ই দেবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours