সোশ্যাল মিডিয়ায় পোস্ট বাড়ি ফিরে সর্বশান্ত ২ পরিবার তদন্ত নেমে উদ্ধার চুরি হয়ে যাওয়া সোনার গয়না ও নগদ টাকা গ্রেফতার ২

 ফলতা এলাকার ২ বাড়িতে পরপর দুঃসাহসিক চুরি। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নেই বাড়ির দরজা ভেঙে এবং আলমারির মেয়ে নগদ লক্ষ্যাধিক টাকা ও বেশ কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ি ফিরে মাথায় হাত পড়ে যায় দুই পরিবারের। এরপর পরিবারের পক্ষ থেকে ফলতা থানায় অভিযোগ দায়ের করা হয়। ফলতা থানার পুলিশ চুরির ঘটনা তদন্তে নেমে। মিরাজ মীর ও আলী হোসেন মীর নামে দুজনকে গ্রেফতার করে ফলতা থানা পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় চুরি হয়ে যাওয়া, লক্ষাধিক টাকা ও সোনার গয়না। 



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে ফলতা থানার বেলসিংহা এলাকার দুই পরিবার বেড়াতে গিয়েছিল সেই সুযোগে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখতে পায় তাদের সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্বারস্থ হয় ফলতা থানাতে। ফলতা থানার পুলিশ এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, বেশ কয়েকদিন আগে ফলতা থানাতে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই ঘটনা তদন্ত নেমে দুজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে চুরি হয়ে যাওয়া নগদ টাকা ও গয়না উদ্ধার করা হয়। সম্প্রতি দেখা গিয়েছে বিভিন্ন সময় ঘুরতে যাওয়া কিংবা কোথাও গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা হয়। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও পোস্টগুলি দেখে দুষ্কৃতীরা সহজে বুঝতে পারে যে ওই বাড়িতে বা ওই পরিবারের সদস্যরা তারা বাইরে গিয়েছে । এর ফলে দুষ্কৃতীরা অসামাজিক কাজ করার জন্য সাহস পেয়ে যায়। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করবো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও গেলে আপনারা ছবি পোস্ট কিংবা ছবি আপলোড থেকে বিরত থাকবেন। এবং আপনারা যদি কোথাও যান বাড়ির ছেড়ে তাহলে স্থানীয় থানা এবং এলাকার কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জানিয়ে গেলে তাহলে আমরা আপনার বাড়ির উপর নজর করতে পারবো। এই ঘটনায় চুরি হয়ে যাওয়ার সমস্ত জিনিস আমরা উদ্ধার করতে সম্ভব হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours