কাকদ্বীপে দিন দুপুরে ব্যাংকের মধ্যেই টাকা চুরি, টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে ৯০ হাজার টাকা চুরি হয়েছে বলে ওই গ্রাহকের দাবি


কাকদ্বীপে এক রাষ্ট্রায়াত্ত ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে ঘটলো এমন চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় ভুবন নগরের বাসিন্দা সঞ্চিতা দাস দুপুর বারোটা নাগাদ কাকদ্বীপের এক রাষ্ট্রায়াত্ত ব্যাংকের টাকা জমা দিতে যান। ব্যাগে ১ লক্ষ ২৭ হাজার টাকা ছিলো। টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকের লাইনে তিনি দাঁড়িয়ে ছিলেন সেই সময় ব্যাগ কেটে প্রায় ৯০ হাজার টাকা বের করে নেওয়া হয়। 


পরে বিষয়টি বুঝতে পেরে কাকদ্বীপ থানায় বিষয়টি জানালে, কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ। সঞ্চিতা দাস জানান মেয়েকে পড়াশোনা করানোর জন্য গয়না বন্ধক রেখেছিলেন তিনি। এক বছর ধরে টাকা জমিয়ে ব্যাংকে শোধ দিয়ে গয়না ছাড়িয়ে নেবেন। কিন্তু এমন সময় ব্যাংকের মধ্যেই ঘটলো এমন ঘটনা। টাকা জমা দেওয়ার আগেই ৯০ হাজার টাকা চুরি। ঘটনাটি ব্যাংকের আধিকারিক এবং পুলিশকে জানানো হয়েছে। এদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে, ব্যাংকের ভেতরে এবং বাইরে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

দিন দুপুরে ব্যাংকের মধ্যে থেকে টাকা চুরি, এই নিয়েই এবার ব্যাংকের মধ্যে গ্রাহকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।


ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দারের 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours