তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। হাসপাতালে যখন ভর্তি হন, তখন তাঁর বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্ন্যাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করেন চিকিৎসকেরা।
কলকাতায় আর হল না, মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডাক্তাররা কী জানিয়ে দিলেন?
এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে
জটিল শারীরিক অবস্থা। আপাতত উন্নতির কোনও খবর নেই। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে। কেন্দ্রের তরফ থেকে ঠিক করে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে থাকছে মেডিক্যাল টিম। হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত অ্যাম্বুল্যান্সেও থাকছে মেডিক্যাল টিম।
তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। হাসপাতালে যখন ভর্তি হন, তখন তাঁর বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্ন্যাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করেন চিকিৎসকেরা। চিকিৎসকরা জানাচ্ছেন, চারদিন পরও বেসরকারি হাসপাতালের আইসিইউ’য়ে মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে রয়েছেন সাংসদ।
এমন কাজ করলেই ব্যাঙ্কের চক্ষুশূল হবেন, আর লোনও পাবেন না কখনও!
বয়স মাত্র ৭, সেই মেয়েটাকেই ধর্ষণের অভিযোগ উঠল মামার বিরুদ্ধে
ভাঙা হবে বিমানবন্দরের পাশে সমস্ত উঁচু উঁচু বিল্ডিং! বড় নির্দেশ উড়ান মন্ত্রকের
প্রবল শ্বাসকষ্টজনিত কারণে রাতে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন সাংসদ। বুধবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে সাংসদের শারীরিক সমস্যার দিকগুলি তুলে ধরেন চিকিৎসকরা। পেটের সিটি স্ক্যানের রিপোর্ট ঘিরে আলোচনা হয়।
বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজ রাখেন দিল্লির নেতৃত্ব। পরিবার এবং বিজেপি নেতৃত্বের ইচ্ছাকে মান্যতা দিয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অর্জুন সিং, রাকেশ সিং। সেই সন্ধ্যাতেই যান দিলীপ ঘোষ। গত সোমবারই সামনে আসে হাসপাতালের বেডে শুয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ছবি। নাকে ঢোকানো নল, শীর্ণকায় চেহারা। সে ছবি অত্যন্ত নাড়া দিয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours