বাল্য বিবাহ, শিশু নির্যাতন, নারী পাচার, শিশু শ্রম, বধূ নির্যাতনের মত অপরাধ নিয়ে সচেতনতা শিবির আয়োজন করা হলো নামখানায়
নামখানা থানা পক্ষ থেকে বৃহস্পতিবার নামখানা ব্লকের একটি স্কুলে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল। রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে নামখানা থানা পক্ষ থেকে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার এবং নামখানা থানার পুলিশ প্রশাসন। এদিন রাজনগর বিশ্বম্ভর হাইস্কুলের
প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের ছাত্র - ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই সচেতনতা শিবির। এদিনের এই বিষয়ে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং শিশু নির্যাতন ও নারী পাচার বন্ধ করতে হবে তিনি আরও বলেন এমন বিষয় যদি কোন বাড়ির আশেপাশে হয় তাহলে আগে থেকে থানায় খবর দিতে হবে, এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours